Jyoti Malhotra Youtuber: জ্যোতির ‘চোখ’ দিয়ে ভারত দেখত ISI-রা! হোয়াটসঅ্যাপেই লুকিয়ে রহস্যের জট

Jyoti Malhotra Youtuber: ভারতীয় গোয়েন্দাদের চিহ্নিত করতে ও তাদের উপর নজর রাখতেই জ্যোতিকে ব্য়বহার করছিল ISI। আপাতত ৫ দিনের জেল হেফাজতে রয়েছে হরিয়ানার ওই ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সেখানে NIA, IB ও হরিয়ানা পুলিশের একটি দল ক্রমাগত জেরা করে যাচ্ছে তাকে।

Jyoti Malhotra Youtuber: জ্যোতির চোখ দিয়ে ভারত দেখত ISI-রা! হোয়াটসঅ্যাপেই লুকিয়ে রহস্যের জট
জ্যোতি মালহোত্রাImage Credit source: X

|

May 20, 2025 | 2:12 PM

নয়াদিল্লি: ‘পাক চর’ জ্য়োতি-কাণ্ডে হাতে এল আরও বড় তথ্য। তার সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর একটা সম্পর্ক রয়েছে, সেই নিয়ে আগেই অভিযোগ তুলেছিল তদন্তকারীরা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ধীরে ধীরে হাতে উঠে আসছে প্রমাণ।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে যে ভারতীয় গোয়েন্দাদের চিহ্নিত করতে ও তাদের উপর নজর রাখতেই জ্যোতিকে ব্য়বহার করছিল ISI। আপাতত ৫ দিনের জেল হেফাজতে রয়েছে হরিয়ানার ওই ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সেখানে NIA, IB ও হরিয়ানা পুলিশের একটি দল ক্রমাগত জেরা করে যাচ্ছে তাকে।

ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদন তরফে আরও জানা গিয়েছে, পাকিস্তানি ISI এজেন্টের সঙ্গে জ্য়োতির করা যে সকল হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে এসেছে। প্রতিটিতে একটি কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই ISI এজেন্ট জ্য়োতিকে নির্দেশ দেন, ওয়াঘা সীমানা দিয়ে পাকিস্তানে প্রবেশের সময় যদি সে কোনও ভারতীয় গুপ্তচরকে বিশেষ কোনও দায়িত্ব নিতে দেখে, তা যেন তাকে জানায়। আপাতত এই চ্যাটের মাধ্যমেই জ্যোতির আসল সত্যিটা খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা।

ইতিমধ্যেই পঞ্জাব-হরিয়ানা থেকে পাক চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে জ্যোতি রানি-সহ মোট ১২ জন। যার জেরে চাপে পড়েছে সেই এলাকার পুলিশ-প্রশাসন। ঘরে মধ্য়েই এমন শত্রু ঢুকে? জানা গিয়েছে, এদিন সকাল থেকে চরদের টিঁকি খুঁজতে ময়দানে নেমে পড়েছে হরিয়ানার পুলিশ। সেখান দাদরি রোডে চলছে পরিচয়পত্র যাচাই। গ্রেফতার করা হয়েছে অবৈধ বাসিন্দাদের। পুলিশের দাবি, এই ধৃতদের অনেকেই রোহিঙ্গা।