ISIS: সেনাক্যাম্প-সহ ৩টি বড় শহরে নাশকতার পরিকল্পনা ছিল আইএসের: সূত্র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 23, 2023 | 8:06 PM

Terror plot: জঙ্গিদের নিশানায় মুম্বই-সহ গুজরাটের ২ বড় শহর - আহমেদাবাদ ও গান্ধীনগর! এই শহরগুলিতে বড় নাশকতার পরিকল্পনা করেছিল ISIS জঙ্গি। তবে জঙ্গিদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পুলিশ তৎপরতায় জঙ্গিদের নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে।

ISIS: সেনাক্যাম্প-সহ ৩টি বড় শহরে নাশকতার পরিকল্পনা ছিল আইএসের: সূত্র
প্রতীকী ছবি।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: জঙ্গিদের নিশানায় মুম্বই-সহ গুজরাটের ২ বড় শহর – আহমেদাবাদ ও গান্ধীনগর! এই শহরগুলিতে বড় নাশকতার পরিকল্পনা করেছিল ISIS জঙ্গি। তবে জঙ্গিদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পুলিশ তৎপরতায় জঙ্গিদের নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আহমেদাবাদ, গান্ধীনগর এবং মুম্বইয়ের নারিম্যান হাউস ও গেটওয়ে অব ইন্ডিয়ায় নাশকতার পরিকল্পনা করেছিল আইএস জঙ্গিরা। এছাড়া সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল, সেই ঘাঁটিগুলির ছবি পাকিস্তান এবং সিরিয়ায় পাঠানোও হয়েছিল। তবে পুরো পরিকল্পনা ভেস্তে দেওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে দাবি জানিয়েছে দিল্লি পুলিশ।

গত মাসের গোড়ায় রাজধানীতে আত্মগোপন করা এক সন্দেহভাজন জঙ্গি শাহনাওয়াজ ওরফে শফি উজ্জামাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সে পুলিশি জেরায় ভারতে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। আলিগঢ় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ।

পুলিশি জেরায় শাহনাওয়াজ আরও জানিয়েছে, পরিবারের অর্থনৈতিক উন্নতির জন্যই সে বেআইনি কাজকর্মে যুক্ত হয়েছিল। এমনকি আল কায়েদার সিনিয়ার নেতা আনবার আল-আওলাকির থেকে সে প্রশিক্ষণও নিয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার যুবক। ২০১১ সালে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় আনবার আল-আওলাকি। এরপর শাহনাওয়াজ আইএস জঙ্গি সংগঠনের শাখা হিজব উত-তাহিরের সঙ্গে সংযুক্ত হয়। জঙ্গি সংগঠনের তরফে বোমা তৈরি করতে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণের জন্য পুনে মডিউলে টাকা পাঠানো হত বলেও জানিয়েছে শাহনাওয়াজ। সবমিলিয়ে, আইএস ভারতে নাশকতার বড় ছক কষেছিল এবং সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে বলে পুলিশের দাবি।

Next Article