মুম্বই: ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করায় ইসলামিক ধর্মগুরু মুফতি সালমান আজ়হারিকে আটক করল গুজরাট পুলিশ। রবিবার গুজরাটের সন্ত্রাস-দমন স্কোয়াড মুম্বইয়ে এসে ওই ধর্মগুরুকে আটক করে। তাঁকে ঘাটকোপার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ধর্মগুরুর আটক হওয়ার খবর ছড়াতেই থানার বাইরে ভিড় করেন সমর্থকরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ।
জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি গুজরাটের জুনাগড়ে একটি অনুষ্ঠানে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য রাখেন ধর্মগুরু মুফতি সালমান আজহারি। ওই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়। এরপরই শনিবার জুনাগড় পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তারা ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন।
ঘৃণামূলক মন্তব্য করার অভিযোগেই রবিবার রাতে মুম্বই আসে গুজরাট এটিএস। আটক করা হয় ইসলামিক ধর্মগুরুকে। রাতেই তাঁকে গুজরাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও, ওই ধর্মগুরুর সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে, ঘাটকোপার থানায় নিয়ে যাওয়া হয় মুফতি সালমানকে। সমর্থকরা সেই থানাও ঘিরে ফেলে এবং মুফতিকে মুক্তি দেওয়ার দাবিতে স্লোগান দিতে শুরু করে।
গোটা ঘটনাকে কেন্দ্র করেই ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে সমর্থকদের স্লোগান না দিতে এবং আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ করা হচ্ছে মাইকিং করে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।