ISRO: চাঁদের পর এবার লক্ষ্য আদিত্য, সূর্যযান উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করল ইসরো
Sun mission: সূর্যের দিকে ১৫ লক্ষ কিমি পথ পাড়ি দেবে সৌরযান 'আদিত্য L1'। চন্দ্রযান-৩, বিক্রমের চেয়ে প্রায় ৪ গুণ বেশি পথ পেরোবে আদিত্য। সেখান থেকেই সূর্যের উত্তাপ, সৌরঝড়-সহ এই নক্ষত্রের খুঁটিনাটি জানার চেষ্টা করবে এই সৌরযান।

বেঙ্গালুরু: চন্দ্রযান-৩ -র সাফল্যের পর এবার ISRO-র লক্ষ্য সূর্য। গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদে অবতরণের পরই সূর্যে মহাকাশযান পাঠানোর কথা ঘোষণা করেছিলেন ইসরো প্রধান। এবার সৌরযান উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করল ইসরো। আগামী সেপ্টেম্বরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের পথে পাড়ি দেবে ইসরোর সৌরযান ‘আদিত্য-L1’ (Aditya-L1)।
কবে, কখন সৌরযান উৎক্ষেপণ হবে?
ইসরো-র তরফে জানানো হয়েছে,আগামী ২ সেপ্টেম্বর, শনিবার ইসরোর সৌরমিশন শুরু। উৎক্ষেপণ করা হবে সৌরযান ‘আদিত্য L1’। বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে PSLV রকেটে চাপিয়ে সূর্যের পথে পাঠানো হবে ‘আদিত্য এল-ওয়ান’কে।
ইসরো সূত্রে জানা গিয়েছে, সূর্যের দিকে ১৫ লক্ষ কিমি পথ পাড়ি দেবে সৌরযান ‘আদিত্য L1’। চন্দ্রযান-৩, বিক্রমের চেয়ে প্রায় ৪ গুণ বেশি পথ পেরোবে আদিত্য। সেখানে একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সেখান থেকেই সূর্যের উত্তাপ, সৌরঝড়-সহ এই নক্ষত্রের খুঁটিনাটি জানার চেষ্টা করবে এই সৌরযান।
🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:
The launch of Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for 🗓️September 2, 2023, at 🕛11:50 Hrs. IST from Sriharikota.
Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
— ISRO (@isro) August 28, 2023
প্রসঙ্গত, চন্দ্রযান-৩-র আগে চাঁদের পথে দুটি মহাকাশযান পাঠিয়েছিল ইসরো। যদিও সেই মিশন সফল হয়নি। তবে সূর্যে আগে কিছু পাঠানো হয়নি। এটাই সূর্যের উদ্দেশ্যে পাঠানো ভারতের প্রথম মহাকাশযান। এই অভিযান সফল সূর্য সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে আশাবাদী ইসরো।





