বড়দিনের আগে ISRO-র বিরাট উপহার, উৎক্ষেপণ করা হল সবথেকে ভারী স্যাটেলাইট

ISRO Missile Launch: সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করার কথা ছিল এই মিসাইলের। সূত্রের খবর, মিসাইল উৎক্ষেপণের পর যে ভাঙা জিনিসপত্র পড়ে থাকে, তার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ বা অন্য স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনার জন্য এক মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ।

বড়দিনের আগে ISRO-র বিরাট উপহার, উৎক্ষেপণ করা হল সবথেকে ভারী স্যাটেলাইট
মিসাইল উৎক্ষেপণ।Image Credit source: X

|

Dec 24, 2025 | 1:54 PM

শ্রীহরিকোটা: বড়দিনের আগে বড় উপহার। অবশেষে প্রতীক্ষার অবসান করে ইসরো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করল কে-৪ (K4) গোত্রের সাবমেরিন লঞ্চ ব্যালাস্টিক মিসাইল। পাশাপাশি আজ, বুধবার সকালে ইসরো ভেহিকল মার্ক-৩ (LVM3-M6) স্যাটেলাইটও উৎক্ষেপণ করল। একদিকে, মিসাইল, অন্যদিকে স্যাটেলাইট। আকাশ-মহাকাশ জুড়ে কার্যত নিজের ক্ষমতা দেখাল ভারত। 

জানা গিয়েছে, কে-৪ মিসাইলের ক্ষমতা প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার। সমুদ্রে পরমাণু শক্তিতে ভারতকে অনেকটা এগিয়ে দিল এই সফল মিসাইল উৎক্ষেপণ। বঙ্গোপসাগরে আইএনএস আরিহন্ত থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়।

অন্যদিকে, সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করার কথা ছিল এই মিসাইলের। তবে তা সামান্য দেরি হয়ে ৮ টা ৫৫ মিনিটে মিসাইল উৎক্ষেপণ করা হয়। সূত্রের খবর, মিসাইল উৎক্ষেপণের পর যে ভাঙা জিনিসপত্র পড়ে থাকে, তার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ বা অন্য স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনার জন্য এক মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ।

ইসরো-ও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে ব্লু বার্ড ব্লক-২ সফল উৎক্ষেপণ হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “দেশের যুবশক্তির ক্ষমতায় আমাদের স্পেস প্রোগ্রাম আরও উন্নত ও প্রভাবশালী হচ্ছে। এলভিএম৩ হেভি লিফ্ট পারফরম্যান্স গগনযানের মতো আমাদের ভবিষ্যতের মিশনকে আরও শক্তিশালী করল।”

এই রকেটের উচ্চতা ৪৩.৫ মিটার, ৪২০০ কেজি জিওসিনক্রোনাস ট্রান্সভার অরবিট ভার বহন করতে সক্ষম।