
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে আমূল বদল আনা হয়েছে দেশের আইনি ব্যবস্থায়। দীর্ঘ দেড় শতকেরও বেশি সময় ধরে চালু থাকা ভারতীয় দণ্ডবিধি বা Indian Penal Code বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এর পাশাপাশি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA) আর ক্রিমিনাল প্রোসিডিওর কোড বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)। ব্রিটিশ আমলে লাগু হওয়া আইনে ঔপনিবেশিকতার ছাপ ছিল স্পষ্ট। যদিও স্বাধীনতা পরবর্তী সময়ে, ব্রিটিশদের লাগু করা আইনে বেশ কিছু সংশোধন বা অ্যামেন্ডমেন্টও করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসনের ছায়া থেকে পুরোপুরি মুক্ত করতে এবং দেশের আইনি ব্যবস্থাকে যুগপোযোগী করে তোলার লক্ষ্যেই এই বদল বলে দাবি এনডিএ সরকারের। নতুন আইনে বর্তমান যুগে সংগঠিত হওয়া বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান দেওয়া হয়েছে। কিন্তু নতুন এই আইন পুলিশের হাতে অনেক ক্ষমতা তুলে দিয়েছে বলে অভিযোগ আইনজীবীদের একাংশের। পুলিশের ভূমিকা আইনের প্রয়োগকারী হিসাবে। নতুন আইন এসে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অতিরিক্ত সুবিধা হবে পুলিশের? এ নিয়ে প্রাক্তন পুলিশকর্তারা কী ভাবছেন? আইনজীবী বা বিচারকদের মতামত...