নয়া দিল্লি: সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছিল দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandana) একটি ভিডিয়ো। ছোট পোশাকে লিফটে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করছিলেন অভিনেত্রী। এই ভিডিয়ো ঘিরে হইচই যখন পড়ে গিয়েছিল, সেই সময়ই জানা যায়, এটি মোটেও আসল ভিডিয়ো নয়। ডিপফেক (Deepfake) প্রযুক্তি ব্যবহার করেই অভিনেত্রীর ভিডিয়ো বানানো হয়েছিল। এরপর ক্যাটরিনা কইফ সহ আরও অনেক অভিনেত্রীরও এমনই ডিপফেক ভিডিয়ো সামনে আসে। ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। এবার সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিয়ো রুখতে তৎপর কেন্দ্র। মঙ্গলবার সমস্ত সোশ্যাল মিডিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (IT Ministry) তরফে নোটিস পাঠানো হল।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিয়োর বাড়বাড়ন্ত নিয়েই কেন্দ্র নোটিস পাঠিয়েছে। বর্তমানে যে তথ্যপ্রযুক্তি আইন রয়েছে, তা মেনেই সোশ্যাল মিডিয়াগুলিকে ডিপফেক ভিডিয়োর সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবহারকারীদের কোন কোন কনটেন্ট নিষিদ্ধ, তা জানাতে বাধ্য।
তথ্য প্রযুক্তি আইনের ৩(১)(বি) অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় অশালীন বা পর্নোগ্রাফিক কনটেন্ট শেয়ার করা নিষিদ্ধ। অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে, এমন কনটেন্টও আপলোড বা শেয়ার করা নিষিদ্ধ। এছাড়া এমন কনটেন্টও শেয়ার করা নিষিদ্ধ, যা সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ব্যবহারকারীদেক আসল তথ্য থেকে বিভ্রান্ত করে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারকারীদের তথ্য প্রযুক্তি আইনের ৩(১)(বি) অনুযায়ী শর্তাবলী ও ব্যবহারকারীর চুক্তি সম্পর্কে জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। যখন কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ রেজিস্টার করবে, তখনই নিষিদ্ধ কনটেন্ট ও শর্তাবলী সম্পর্কে জানাতে হবে।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যেখানে তাদের তথ্য আপলোড ও শেয়ার করে, সেখানে লগ ইন হবে, তখনই ব্যবহারকারীদের কাছে একটি রিমাইন্ডার পাঠাতে হবে। তথ্য প্রযুক্তি আইন ভঙ্গ করলে কী কী শাস্তির মুখে পড়তে হবে, তাও জানাতে বলা হয়েছে।