Water Tank Collapse: ২১ কোটি টাকা খরচ করে তৈরি, ফাটল নয়, জল ঢালতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ট্যাঙ্ক!

Water Tank Collapse: ৩৩টি গ্রামে জল সরবরাহ করা হত এই ট্যাঙ্ক থেকে।  কিন্তু প্রথমদিনেই সেই ট্যাঙ্ক ভেঙে পড়ল। গত ১৯ জানুয়ারি ইঞ্জিনিয়াররা তারকেশ্বর গ্রামে রুটিন চেকআপের জন্য ১৫ মিটার উঁচু জলের ট্যাঙ্কে জল ভরেন। ট্যাঙ্ক লিক করেনি, তা নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Water Tank Collapse: ২১ কোটি টাকা খরচ করে তৈরি, ফাটল নয়, জল ঢালতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ট্যাঙ্ক!
ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।Image Credit source: X

|

Jan 22, 2026 | 8:39 AM

আহমেদাবাদ: দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। সেই জন্য জল থেকে বঞ্চিতই রয়ে গেল ৩৩টি গ্রাম। উদ্বোধনের পর প্রথমদিনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২১ কোটি টাকা খরচ করে তৈরি জলের ট্যাঙ্ক। এই ঘটনায় একদিকে যেমন নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন উঠেছে, তারই সঙ্গে প্রশাসনের কাছেও ‘লজ্জাজনক’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এত কোটি টাকা  দিয়ে তৈরি জলের ট্যাঙ্ক, তা একদিনও টিকল না।

গুজরাটের সুরাটে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক। ৩৩টি গ্রামে জল সরবরাহ করা হত এই ট্যাঙ্ক থেকে।  কিন্তু প্রথমদিনেই সেই ট্যাঙ্ক ভেঙে পড়ল। গত ১৯ জানুয়ারি ইঞ্জিনিয়াররা তারকেশ্বর গ্রামে রুটিন চেকআপের জন্য ১৫ মিটার উঁচু জলের ট্যাঙ্কে জল ভরেন। ট্যাঙ্ক লিক করেনি, তা নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নয় লাখ লিটার জলে ভেসে যায় গোটা চত্বর। এই দুর্ঘটনায় আহত হন তিন শ্রমিক।

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই ভেঙে পড়ে ট্যাঙ্কটি। এই ঘটনার পরই একদিকে যেমন জনরোষ উপচে পড়েছে, তেমনই পুলিশ কড়া পদক্ষেপ করেছে। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ও ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে সাতটি তদন্তকারী টিম তৈরি করা হয়েছে। মেহসানা, আহমেদাবাদ, সুরাটে তল্লাশি অভিযান চালানো হয়েছে। গ্রেফতার করা হবে নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে। রাজ্য সরকারের তরফে শীর্ষ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।