
নয়া দিল্লি: আরও ক্ষমতা বাড়ছে ভারতীয় সেনার। বছর খানেকের মধ্য়েই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে হাফ ডজন তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট। ইতিমধ্যেই দেশের সুরক্ষায় তেজসের বীরত্ব দেখেছে গোটা বিশ্ব। তার তেজ, তার ক্ষমতায় চমকিত দেশ-দুনিয়া। এবার ২০২৬ সালের মার্চের মধ্যেই হাতে ভারতীয় বায়ুসেনার হাতে আসছে ৬টি তেজস। তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (হ্যাল)।
যদিও এই বিধ্বংসী যুদ্ধবিমান আগেই পাওয়ার কথা ছিল সেনার। কিন্তু, নানা কারণে তা পেতে দেরি হয়। তা নিয়ে উদ্বেগও প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, LCA Mk-1A এর ইঞ্জিন পেতে সমস্যার কারণেই দেরি হচ্ছে ডেলিভারিতে। এরইমধ্যে এবার একেবারে ডেডলাইন বলে দিলেন হ্যালের চেয়ারপার্সন তথা ম্যানেজিং ডাইরেক্টর ডি কে সুনীল। তিনি যদিও বলছেন, ইঞ্জিন দেওয়ার কথা ছিল মার্কিন প্রতিরক্ষা সংস্থা জিই অ্যারোস্পেসের। কিন্তু তাঁরা ডেডলাইন মিস করে। তার ফলেই বায়ুসেনার হাতে শেষ পর্যন্ত ডেলিভারিতে দেরি হয়ে যায়।
LCA Mk-1A জেটের ডেলিভারি সংক্রান্ত সমস্যা নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল বায়ুসেনা প্রধান এ পি সিংকে। সুনীল যদিও বলছেন, আমেরিকার ওই সংস্থা থেকে F404 ইঞ্জিন আসার কথা ছিল। কিন্তু, মাঝপথে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তারই ছাপ পড়ে সামগ্রিক ব্যবস্থাপনায়। চলতি অর্থবর্ষেই জিই অ্যারোস্পেস ১২টি ইঞ্জিন পাঠাতে চলেছে বলে জানিয়েছেন হ্যাল চিফ। আর তা পাওয়া গেলে দ্রুত তেজসগুলি তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে।