Fai Network: জম্মু ও কাশ্মীরে এবার বিচ্ছিন্নতাবাদী ‘ফাই নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দিল পুলিশ

Terror linked network: পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপে সমর্থনকারী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই লক্ষ্য। জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলে পুলিশের মুখপাত্র জানান। 

Fai Network: জম্মু ও কাশ্মীরে এবার বিচ্ছিন্নতাবাদী ফাই নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bharatvarsh

Nov 10, 2025 | 9:27 PM

কাশ্মীর: সন্ত্রাসবাদীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। ভিন দেশ থেকে ভারতে সন্ত্রাসবাদে মদত দিলেও তার জবাব দেওয়া হবে। স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকারতারই অঙ্গ হিসেবে জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ফাই নেটওয়ার্কের বিরুদ্ধে সোমবার অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ। বুদগাম ও বারামুল্লা জেলায় অভিযান চালানো হয়। মার্কিন মুলুকের বাসিন্দা বিচ্ছিন্নতাবাদী গুলাম নবি ফাই ওরফে ‘ডাক্তার ফাই’-এর বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল পুলিশ।

ওয়াশিংটনের কাশ্মীরি আমেরিকান কাউন্সিলের প্রধান এই ডাক্তার ফাই। আদপে বুদগামের বাসিন্দা। এখন আমেরিকায় থাকে। সেখান থেকেই পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতে কাশ্মীরকে অশান্ত করতে প্রচার চালায় এই ফাই ও তার অনুগামীরা। সেই নেটওয়ার্ক-ই এদিন ভেঙে দিল পুলিশ। বিশেষ NIA আদালতের নির্দেশে ফাই-এর অনুগামীদের বাড়িতে তল্লাশির পাশাপাশি তার যাবতীয় সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। গুলাম নবি ফাই এখন পলাতক। সে আমেরিকাতেই লুকিয়ে রয়েছে বলে অনুমান কাশ্মীর পুলিশের। এদিন তার একাধিক সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বছর পাঁচেক আগে ডাক্তার ফাইয়ের বিরুদ্ধে ইউএপিএ-র একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। চলতি বছরের ৩০ এপ্রিল বুদগামের এনআইএ-র বিশেষ আদালত ডাক্তার ফাইকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। এদিন তার নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই পুলিশ অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপে সমর্থনকারী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই লক্ষ্য। জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলে পুলিশের মুখপাত্র জানান।