Explosives found: সাড়ে তিনশো থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ
Explosives found in Faridabad: জানা গিয়েছে, গত কয়েকদিনে হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালায়। জানা যায়, একাধিক চিকিৎসকের সঙ্গে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র রয়েছে। শাকিলকে জিজ্ঞাসাবাদ করে আল ফলাদ হাসপাতালে এক মহিলা চিকিৎসকের একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও পিস্তল পাওয়া যায়। ওই মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

ফরিদাবাদ: দেশে কি বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল? হরিয়ানার ফরিদাবাদে জম্মু ও কাশ্মীরের এক চিকিৎসকের ভাড়া বাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হল। প্রথমে মুজাম্মিল শাকিল নামে ওই চিকিৎসকের একটি ভাড়া বাড়ি থেকে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এরপর ওই চিকিৎসকের আর একটি ভাড়া বাড়ি থেকে আড়াই হাজার কেজির বেশি বিস্ফোরক উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদাবাদের আল ফলাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন শাকিল। জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে তাঁকে ১০ দিন আগে গ্রেফতার করে পুলিশ। রবিবার ফরিদাবাদের ধোজে শাকিলের ভাড়া বাড়ি থেকে ৩৫০ কেজি বিস্ফোরক, অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে গত সাড়ে ৩ বছর ধরে ভাড়ায় ছিলেন ওই চিকিৎসক। এবার অন্য একটি ভাড়া বাড়ি থেকে ২৫৬৩ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। সবমিলিয়ে ২৯০০ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার হল।
জানা গিয়েছে, গত কয়েকদিনে হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালায়। জানা যায়, একাধিক চিকিৎসকের সঙ্গে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র রয়েছে। শাকিলকে জিজ্ঞাসাবাদ করে আল ফলাদ হাসপাতালে এক মহিলা চিকিৎসকের একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও পিস্তল পাওয়া যায়। ওই মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, মার্কিন মুলুকের বাসিন্দা বিচ্ছিন্নতাবাদী ‘গুলাম নবি ফাই’ ওরফে ‘ডাক্তার ফাই’-এর বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল বুদগাম পুলিশ। ওয়াশিংটনের কাশ্মীরি আমেরিকান কাউন্সিলের প্রধান এই ডাক্তার ফাই। আমেরিকা থেকেই পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতে কাশ্মীরকে অশান্ত করতে প্রচার চালায় এই ফাই ও তার অনুগামীরা। সেই নেটওয়ার্ক-ই এদিন ভেঙে দিল পুলিশ। বিশেষ NIA আদালতের নির্দেশে ফাই-এর অনুগামীদের বাড়িতে তল্লাশির পাশাপাশি তার যাবতীয় সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। গুলাম নবি ফাই এখন পলাতক। সে আমেরিকাতেই লুকিয়ে রয়েছে বলে অনুমান কাশ্মীর পুলিশের।
