Jammu-Kashmir: ‘আমি ওদের বাবা নই…’, শুনেই যমজ সন্তানের গলা চিড়ে দিলেন মা

Jul 11, 2024 | 8:50 PM

Jammu-Kashmir: বৃহস্পতিবার (১১ জুলাই), পুঞ্চ জেলা থেকে কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। কিন্তু, আরও ভয়ঙ্কর এক ঘটনার খবর এল জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা থেকে। এক ব্যক্তি পিতৃত্ব অস্বীকার করায়, সদ্যোজাত যমজ সন্তানের গলা চিড়ে দিলেন তাদের মা!

Jammu-Kashmir: আমি ওদের বাবা নই..., শুনেই যমজ সন্তানের গলা চিড়ে দিলেন মা
ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সদ্যোজাতদের লাশ
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: সাধারণত জম্মু ও কাশ্মীর থেকে খবর এলেই মনে হয় কোনও জঙ্গি হামলা হয়েছে। বিশেষ করে গত কয়েক মাসে জম্মু হয়ে উঠেছে জঙ্গিদের নতুন নিশানা। প্রায় রোজই জম্মুর বিভিন্ন জেলায় হামলা হচ্ছে। কিন্তু না। বৃহস্পতিবার (১১ জুলাই), পুঞ্চ জেলা থেকে কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। কিন্তু, আরও ভয়ঙ্কর এক ঘটনার খবর এল জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা থেকে। এক ব্যক্তি পিতৃত্ব অস্বীকার করায়, সদ্যোজাত যমজ সন্তানের গলা চিড়ে দিলেন তাদের মা!

সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি, প্রায় তিন মাস পর তিনি দেশে ফিরেছিলেন। এর কয়েকদিন পরই যমজ সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। আর এতেই ওই ব্যক্তি সন্দেহ করেন, ওই যমজ সন্তান তাঁর ঔরসজাত নয়। তিনি ধরেই নেন, অন্য কোনও ব্যক্তির সঙ্গে যৌনমিলনের ফলেই ওই যমজ সন্তান এসেছে তাঁর স্ত্রীর গর্ভে। এরপর তিনি পুলিশের কাছে গিয়ে সরাসরি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। দাবি করেন, স্ত্রীর অবৈধ সম্পর্ক থেকেই জন্ম হয়েছে তাঁর সন্তানের।

এই নিয়ে হইচই শুরু হতেই, ‘ঝামেলা এড়াতে’ য়মজ নবজাতকদের কাছের একটি মাঠে নিয়ে গিয়ে তাদের গলা চিড়ে হত্যা করেন ওই মহিলা। পরে ওই মাঠেই যমজ সন্তানের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে সন্দেহ করেছিল, ওই ব্যক্তিই সম্ভবত সন্দেহের বশে সন্তানদের হত্যা করেছেন। কিন্তু পুলিশের জেরার মুখে, তাঁর অপরাধ স্বীকার করে নেয় স্ত্রী। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুঞ্চের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ, যোগুল মানহাস বলেছেন, “মা-ই তাঁর যমজ শিশু সন্তানকে হত্যা করেছেন। তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।” এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি জেলায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মায়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

Next Article