শ্রীনগর: ছয়দিন পার, এখনও জারি অনন্তনাগের এনকাউন্টার অভিযান। গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোল জঙ্গলে শুরু হয়েছিল জঙ্গি দমন অভিযান। প্রায় ১২০ ঘণ্টা পরও, এখনও জারি রয়েছে সেই অভিযান। সূত্রের খবর, এ দিন সকালে একটি পোড়া দেহ উদ্ধার করা হয়েছে। ওই দেহটি জঙ্গির বলেই জানা গিয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, এক জওয়ান ও জঙ্গির সম্ভবত মৃত্যু হয়েছে। ড্রোনের মাধ্যমে তাঁদের লোকেশন ট্রাক করার চেষ্টা করা হচ্ছিল। সোমবার ভোর থেকে নতুন করে তল্লাশি অভিযান শুরু করা হয়। সেই অভিযানের মাঝেই জঙ্গলের অপর একটি প্রান্ত থেকে একটি পোড়া দেহ উদ্ধার করা হয়। নিহতের পোশাক দেখে সেনার অনুমান যে দেহটি জঙ্গির।
রবিবারও দিনভর অভিযান চলছিল অনন্তনাগের গাদোল জঙ্গলে। দুপুর থেকে গোলাগুলি বাড়ে। তবে আজ সকালে আর নতুন করে কোনও সংঘর্ষ হয়নি বলেই জানা গিয়েছে।
মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই জঙ্গি দমন অভিযানে এখনও অবধি তিনজন সেনা জওয়ান ও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। বুধবার ভোরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মোট তিনজনের মৃত্য়ু হয়। এরপরও শুক্রবার আহত এক জওয়ানের মৃত্যু হয়।
সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা গভীর জঙ্গলের মধ্যে উচু একটি গুহায় লুকিয়ে রয়েছে। ফলে সেনার গতিবিধির উপরে তাদের নজরদারি করতে সুবিধা হচ্ছে। পাশাপাশি তাঁদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও খাদ্যসামগ্রী মজুত রয়েছে। সেই কারণে ছয়দিন ধরে তাঁরা লড়াই চালিয়ে যেতে পারছে।