Jammu & Kashnmir assembly election Final Phase live: জম্মু-কাশ্মীরে শুরু শেষ দফার ভোটগ্রহণ, আজ ভাগ্য নির্ধারণ দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Oct 01, 2024 | 8:18 AM

Jammu & Kashnmir assembly election Final Phase live: মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হল জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ ধাপের ভোটগ্রহণ। জম্মু অঞ্চলের ২৪টি এবং কাশ্মীর উপত্যকার ১৬টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ করা হচ্ছে। দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ এবং মুজাফ্ফর বেগ-সহ ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩৯.১৮ লক্ষেরও বেশি মানুষ।

Jammu & Kashnmir assembly election Final Phase live: জম্মু-কাশ্মীরে শুরু শেষ দফার ভোটগ্রহণ, আজ ভাগ্য নির্ধারণ দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
কড়া প্রহরা ভোটের লাইনে
Image Credit source: PTI

Follow Us

LIVE NEWS & UPDATES

  • 01 Oct 2024 08:18 AM (IST)

    জম্মুতে ভোটের লম্বা লাইন

    জম্মু অঞ্চলের এক ভোটকেন্দ্রে দেকা গেল ভোটারদের লম্বা লাইন


     

  • 01 Oct 2024 08:17 AM (IST)

    আগে ভোট, তারপর রিফ্রেশমেন্ট… ভোটারদের কাছে আবেদন মায়াবতীর

    সোশ্যাল মিডিয়ায় বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী লিখলেন, “আজ অনুষ্ঠিত হতে যাওয়া জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত পর্বে সকল ভোটারদের উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যাতে বহুদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা যায়। জনগণ ক্ষমতায় অংশ নিতে পারে, যার জন্য প্রচুর ভোট প্রয়োজন। আগে ভোট, তারপর রিফ্রেশমেন্ট।”

     


  • 01 Oct 2024 08:14 AM (IST)

    গণতন্ত্র উদযাপনে এগিয়ে আসুন… ভোটারদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

    সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, ‘জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দফার ভোট। গণতন্ত্রের উৎসবকে সফল করতে সকল ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিশ্চিত যে তরুণ বন্ধুরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা ছাড়াও নারী শক্তি বিপুল সংখ্যায় ভোটে অংশগ্রহণ করবে।’

     

  • 01 Oct 2024 08:04 AM (IST)

    ভোটাধিকার প্রয়োগের আহ্বান শাহর

    জম্মু-কাশ্মীরের ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি হিন্দিতে লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের এক দূরদর্শী সরকার দরকার যা এখানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে। আজ, এখানে শেষ পর্যায়ে ভোট দেওয়া জনগণের, তাদের ভোটাধিকার ব্যবহার করে এমন এক সরকার গঠন করা উচিত, যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজনপোষণ এবং দুর্নীতি থেকে দূরে রাখবে এবং প্রতিটি সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হবে। জম্মু ও কাশ্মীরে পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক ভোটে অংশ নিন।”

  • 01 Oct 2024 07:59 AM (IST)

    শুরু ভোটগ্রহণ

    সকাল ৭টা থেকে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ। সন্ধ্যা ৭টা পর্য়যন্ত ভোট চলবে। এদিন যে ৪০টি বিধানসভায় ভোট হচ্ছে,তার মধ্যে ২৪টি   জম্মু অঞ্চলের এবং বাকি ১৬টি কাশ্মীর উপত্যকার।


শ্রীনগর: মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হল জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ ধাপের ভোটগ্রহণ। জম্মু অঞ্চলের ২৪টি এবং কাশ্মীর উপত্যকার ১৬টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ করা হচ্ছে। দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ এবং মুজাফ্ফর বেগ-সহ ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩৯.১৮ লক্ষেরও বেশি মানুষ।