AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: নামানো হল পর্যটনের ‘ঝাপ’, ফের নাশকতার ঝুঁকি বাড়তেই কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের

Pahalgam Attack: কিন্তু হঠাৎ করে কেনই বা পর্যটনে বাঁধ ফেলল উপত্যকার সরকার? জানা গিয়েছে, পহেলগাঁওয়ের ঘটনার পর 'ভয়ের আবহ' তৈরি হয়েছে গোটা কাশ্মীর জুড়ে। আবার কি নিজের ভয়াল রূপ ফিরে পাচ্ছে উপত্যকা?

Pahalgam Attack: নামানো হল পর্যটনের 'ঝাপ', ফের নাশকতার ঝুঁকি বাড়তেই কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Apr 29, 2025 | 10:50 AM
Share

শ্রীনগর: এ যেন আবার বছর দশেক পিছিয়ে গেল কাশ্মীর। পহেলগাঁওয়ের হামলার পরেই ছন্দ কেটেছিল উপত্যকার। ২৬ জন পর্যটকের মৃত্যু ‘ব্যাকফুটে’ ফেলে দেয় সেখানকার পর্যটন ব্যবস্থাকে। এবার এই আবহেই ডজন খানেক পর্যটন কেন্দ্র ও রিসোর্ট আপাতত ভাবে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীরের সরকার।

মঙ্গলবার মোট ৪৮টি রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আপাতত ভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে উপত্যকার প্রশাসন। যার জেরে পর্যটকদের পছন্দের অন্যতম কিছু জায়গা যেমন দুধপাত্রি, ভেরিনাগে সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ।

কিন্তু হঠাৎ করে কেনই বা পর্যটনে বাঁধ ফেলল উপত্যকার সরকার? জানা গিয়েছে, পহেলগাঁওয়ের ঘটনার পর ‘ভয়ের আবহ’ তৈরি হয়েছে গোটা কাশ্মীর জুড়ে। আবার কি নিজের ভয়াল রূপ ফিরে পাচ্ছে উপত্যকা? প্রশ্ন তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতে চাই কড়া শাসন। যার জন্য় ইতিমধ্যেই ‘অ্যাকশনে’ নেমে পড়েছে সেনা। সূত্রের খবর, এখনও কাশ্মীরের অন্দরেই লুকিয়ে আছে পহেলগাঁওয়ের চক্রীরা। সেই ভিত্তিতেই উপত্যকাকে ‘ট্র্যাকে’ ফেরাতে সাময়িক বিরতিতেই আস্থা সরকারের। পাশাপাশি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আবার জঙ্গি হামলার সম্ভবনা বাড়ছে কাশ্মীরে। এই পরিস্থিতিতে পহেলগাঁও থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই পর্যটনের ঝাঁপ বন্ধ করছে তারা।

তবে মঙ্গলের নাশকতায় কাশ্মীরের পর্যটন ব্যবস্থা যে একটু লাইনচ্যুত হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল ওয়াকিবহাল মহল। ২০২৩ সাল থেকেই ধাপে ধাপে রের্কড পর্যটক এসেছে কাশ্মীরে। এমনকি, চলতি গ্রীষ্মেও পর্যটনের মাধ্য়মে বাড়তি অক্সিজেন পেত কাশ্মীর, সেই নিয়েও কোনও সন্দেহ নেই। কিন্তু তার আগেই যেন সব শেষ।