J&K Terrorist Arrested: উপত্যকায় বিরাট সাফল্য পুলিশের, কুলগামে গ্রেফতার ৫ লস্কর জঙ্গি, ভাঙা হল ২টি ‘টেরর মডিউল’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 25, 2023 | 6:20 AM

Terror Module: জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, পাঁচজন 'হাইব্রিড' জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কুলগাম পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় পাঁচজন জঙ্গিকে। ধৃতদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেইল আহমেদ দর, আতিমাদ আহমেদ, মেহরাজ আহমেদ লোনে ও সাবজ়ার আহমেদ খার।

J&K Terrorist Arrested: উপত্যকায় বিরাট সাফল্য পুলিশের, কুলগামে গ্রেফতার ৫ লস্কর জঙ্গি, ভাঙা হল ২টি টেরর মডিউল
অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশ।
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: উপত্যকায় ফের বড় সাফল্য পুলিশের (Police)। রবিবার জম্মু-কাশ্মীরের কুলগাম (Kulgam) থেকে গ্রেফতার করা হল পাঁচ জঙ্গিকে (Terrorists)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সঙ্গে যুক্ত। খোঁজ মিলেছে দুটি সন্ত্রাসবাদী মডিউলেরও।

রবিবারই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, পাঁচজন ‘হাইব্রিড’ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কুলগাম পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় পাঁচজন জঙ্গিকে। ধৃতদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেইল আহমেদ দর, আতিমাদ আহমেদ, মেহরাজ আহমেদ লোনে ও সাবজ়ার আহমেদ খার। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেরায় জানা যায়, ধৃতরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই উত্তর কাশ্মীরের বান্দিপোরাতেও একটি সন্ত্রাসবাদী মডিউলের খোঁজ পায় পুলিশ। সিআরপিএফ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতিই উপত্যকা উত্তপ্ত হয়েছিল একাধিক সেনা-জঙ্গি সংঘর্ষে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে টানা এক সপ্তাহ ধরে চলে জঙ্গি দমন অভিযান। ওই অভিযানে ৩ সেনা জওয়ান ও পুলিশের ডিএসপি প্রাণ হারান। অন্যদিকে, জঙ্গলে লুকিয়ে থাকা বেশ কয়েকজন জঙ্গিকেও নিকেশ করে সেনাবাহিনী। এছাড়া বারামুল্লা থেকেও গ্রেফতার করা হয়েছিল লস্কর সহযোগীকে। এবারের অভিযানে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এটিকে পুলিশ বড় সাফল্য় হিসাবেই দেখছে।

Next Article