Bullet Train: ভারতের রেলপথে বিপ্লব ঘটাতে আসছে ‘শিনকানসেন’, হয়ে গেল বড় ঘোষণা, স্পিড জানলে চমকে যাবেন

Bullet Train: বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে। ২০২৭ সালে প্রাথমিকভাবে চালু হতে পারে সেই ট্রেন।

Bullet Train: ভারতের রেলপথে বিপ্লব ঘটাতে আসছে শিনকানসেন, হয়ে গেল বড় ঘোষণা, স্পিড জানলে চমকে যাবেন
Image Credit source: Youtube

Apr 16, 2025 | 11:36 PM

নয়া দিল্লি: সেমি বুলেট ট্রেনের পর এখন গোটা দেশ বুলেট ট্রেনের অপেক্ষায়। সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৭-এই ভারতের রেল ট্র্যাকে ছুটবে সেই ট্রেন। বিশ্বে প্রথম যে দেশ এই দ্রুতগতির ট্রেনের জন্ম দিয়েছিল, সেই জাপান থেকেই ভারতের জন্য আসছে উপহার। আসছে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’।

সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে ভারতকে E5 ও E3 সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। জাপানের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে। সেই করিডরে পরীক্ষা করার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান। ২০২৬-এর শুরুর দিকেই ভারতে পৌঁছে যাবে সেই ট্রেন।

তবে ‘শিনকানসেন’ মডেলের আধুনিকতর ট্রেন হল E10 সিরিজের। সেটি ২০৩০-এ চালু হওয়ার কথা। তবে সেই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে E5 ও E3 সিরিজের ট্রেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭-এ আংশিকভাবে চালু হতে পারে এই লাইন।

উল্লেখ্য, ইস্ট জাপান রেলওয়ের তৈরি E5 সিরিজের ট্রেনও যথেষ্ট আধুনিক। এই ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই বেছে নেওয়া হয়েছে। তবে E10 সিরিজের ট্রেনের গতি আরও বেশি। এটি Alfa-X নামেও পরিচিত। এর গতি ছুঁতে পারে ৪০ কিমি প্রতি ঘণ্টা।