
ভুবনেশ্বর: শনিবার (১৭ ডিসেম্বর) স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। আর স্কুলের সমস্ত শ্রেণির শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আর এই ক্রীড়া প্রতিযোগিতাতেই যোগ দিয়েই ঘটল বিপত্তি। গতকাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় নবম শ্রেণির এক ছাত্রের গলায় জ্যাভলিন ফুঁড়ে ঢুকে যায়। ওড়িশার (Odisha) বালাঙ্গির জেলায় একটি স্কুলের ঘটনা। তবে আহত ছাত্র এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
শনিবার আগলপুর বয়েস পঞ্চায়েত হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এই প্রতিযোগিতার ফাঁকে অভ্যাসের সময় বড় বিপত্তির মুখোমুখি হল নবম শ্রেণির ছাত্র সদানন্দ মেহের। এক ছাত্র জ্যাভলিন ছোড়ার অভ্যাস করছিল। সেই সময় তার ছোড়া জ্যাভলিনই মেহেরের গলা ভেদ করে যায়। এরপরই হইচই পড়ে যায়। গলায় জ্যাভলিন বিদ্ধ অবস্থাতেই সদানন্দকে তড়িঘড়ি বালাঙ্গিরে ভীমা ভয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিরাপদে তার গলা থেকে সেই জ্যাভলিন বের করেন ডাক্তাররা। আপাতত সে হাসপাতালের আইসিইউতেই ভর্তি রয়েছে।
বালাঙ্গির কালেক্টর চঞ্চল রানা এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, ‘স্কুলে বার্ষিক ক্রীড়া সম্মেলন ছিল। আর সেখানেই এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা জানতে পেরেছি বর্তমানে বিপন্মুক্ত সেই কিশোর।’ এদিকে আহত কিশোরের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। অন্যদিকে এই ঘটনায় টুইট করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। মুখ্যমন্ত্রীর দফতরের টুইটে জানা গিয়েছে, নবীন পট্টনায়েক যথাযথ চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই চিকিৎসার খরচ দেওয়া হবে বলে জানানো হয়েছে।