JDS-NDA Alliance: কংগ্রেসের সঙ্গে ঘর করা জেডিএস হাত ধরল মোদীর

Lok Sabha Election 2024: এনডিএ জোটে যোগ দিল জনতা দল (সেকুলার)। আজ, শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন দুই নেতা।

JDS-NDA Alliance: কংগ্রেসের সঙ্গে ঘর করা জেডিএস হাত ধরল মোদীর
এনডিএ জোটে সামিল হল জেডিএস।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 22, 2023 | 5:01 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই শক্তিবৃদ্ধি বিজেপি শাসিত এনডিএ জোটের (NDA)। বাড়ল শরিকি দল। এনডিএ জোটে যোগ দিল জনতা দল (সেকুলার)। আজ, শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী (HD Kumarswamy)। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন দুই নেতা। আজই চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

এ দিন দুপুরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ওই বৈঠক থেকেই জানানো হয় যে বিজেপি শাসিত ন্যাশনালিস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সে যোগ দিচ্ছে জেডিএস।

কুমারস্বামীর সঙ্গে ছবি পোস্ট করে জেপি নাড্ডা বলেন, “আমি খুশি যে জেডিএস এনডিএ জোটের শরিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওনাদের স্বাগত জানাচ্ছি। এতে এনডিএ আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ‘নতুন ভারত, শক্তিশালী ভারতে’র লক্ষ্য পূরণ হবে।”

এনডিএ জোটে যোগ দেওয়ার পর কুমারস্বামী বলেন, “আজ আমরা আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে হাত মেলালাম। আমরা প্রাথমিকভাবে যোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের কোনও দাবি নেই।”

গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্তও বলেন, “এনডিএ-কে আরও শক্তিশালী করতে জেডিএস আজ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে যোগ দিল। আমি অভিনন্দন জানাচ্ছি। সংসদীয় বোর্ড ও জেডিএস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে।”

বিগত কয়েক মাস ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জেডিএস। বৃহস্পতিবারই দিল্লিতে আসেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী ও তাঁর ছেলে এইচডি কুমারস্বামী। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে এসেছেন তাঁরা। এরপরই জোটের সম্ভাবনা আরও জোরাল হয়। আজ সেই জল্পনাই সত্য়ি হল।

গতকাল বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়েই কুমারস্বামী বলেছিলেন, “জোট নিয়ে কথাবার্তা হচ্ছে। শুক্রবার বিষয়টি আরও প্রশ্ন হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করতে পারেন দেবেগৌড়া। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।”