JEE Result: প্রকাশ হল JEE-র ফলাফল, ১০০ পেয়ে তালিকার শীর্ষে বাংলার দুই পড়ুয়া

JEE Result: জেইই মেইন-এর ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে এদিন। অফিশিয়াল ওয়েবসাইটেই রয়েছে ডাউনলোড লিঙ্ক।

JEE Result: প্রকাশ হল JEE-র ফলাফল, ১০০ পেয়ে তালিকার শীর্ষে বাংলার দুই পড়ুয়া

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2025 | 10:21 AM

নয়া দিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০ তে ১০০ পেয়েছেন। অফিশিয়াল ওয়েবসাইটেই দেখা যাবে আনসার কি। ১০০ পেয়ে যাঁরা প্রথম স্থান অধিকার করেছেন, তাঁদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

jeemain.nta.ac.in ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিলেই দেখা যাবে ফলাফল। যে ২৪ জন পড়ুয়া ১০০ পেয়েছে, তাদের মধ্যে ৭ জন রাজস্থানের। এছাড়া উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তেলেঙ্গনার তিনজন করে পড়ুয়া রয়েছে তালিকায়। জানা গিয়েছে, মোট ১০,৬১,৮৪০ পড়ুয়া জেইই মেইনস-এর জন্য রেজিস্টার করেছিল। তার মধ্যে পরীক্ষা দেয় ৯,৯২,৩৫০ জন।

শীর্ষে থাকা পড়ুয়াদের মধ্যে রয়েছে দুজন ছাত্রী। দেবদত্তা মাজি ও সাই মানোগনা গুথিকোন্ডা। দেবদত্তা পশ্চিমবঙ্গের ও সাই মানোগনা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

১০০-তে ১০০ পেল কারা

শীর্ষে থাকা ২৪ জনের নাম- মহম্মদ আনাস, আয়ুষ সিংহল, অর্চিষ্মান নন্দী, দেবদত্তা মাজি, আয়ুষ রবি চৌধুরী, লক্ষ্য শর্মা, কুশাগ্র গুপ্ত, হর্ষ এ গুপ্তা, আদিত প্রকাশ ভাগাড়ে, দক্ষ, হর্ষ ঝা, রাজিত গুপ্তা, শ্রেয়স লোহিয়া, সাকশম জিন্দাল, সৌরভ, ভাংগালা অজয় রেড্ডি, সানিধ্য সরফ, বিষাদ জৈন, অর্ণব সিং, শিবেন বিকাশ তোষনিওয়াল, কুশাগ্র বাইনাঘা, সাই মানোগনা গুথিকোন্ডা, ওম প্রকাশ বাহেরা ও বানীব্রত মাজি।

কীভাবে দেখবেন ফলাফল

jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করুন।

JEE Main 2025 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।

দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ।

স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড।

সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন।