ধানবাদ: কোনও সাজগোজ নয়, কেবল কপালে টিপ পরে গিয়েছিল স্কুলে। তা দেখেই রেগে কাই স্কুলের শিক্ষিক। বেধড়ক মারধর করলেন ছাত্রীকে। সামান্য একটা টিপের জন্য় সহপাঠীদের সামনে এত মার খাওয়া! মানতে পারেনি কিশোরী। তাই বাড়ি ফিরেই আত্মহত্যা করল ওই কিশোরী। মঙ্গলবার এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পথ আটকে বিক্ষোভ দেখান। বিষয়টি পুলিশের নজরে আসতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো টুইট করে জানান, ঝাড়খণ্ডের ধানবাদে এক স্কুল পড়ুয়া আত্মহত্যা করে। স্কুলে টিপ পরে যাওয়ার জন্য় শিক্ষক ওই পড়ুয়াকে মারধর করে। সেই অপমানেই কিশোরী আত্মহত্যা করে। তিনি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে ধানবাদে একটি প্রতিনিধি দলও পাঠানো হবে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার, ধানবাদের তেতুলমারি এলাকায় একটি স্কুলে পড়ত কিশোরী। সোমবার স্কুলে যেতেই এক শিক্ষক তাঁকে সকলের সামনে মারধর করে কপালে টিপ পরে আসার জন্য। স্কুলে কোনও কথা না বললেও, বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্য়া করে ওই কিশোরী। মঙ্গলবার মৃত কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ঝাড়খণ্ডের শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন উত্তম মুখোপাধ্যায়ও জানান গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে স্কুলটি সিবিএসই বোর্ডে স্বীকৃত নয়। বিষয়টি জেলা শিক্ষা অধিকর্তাকে জানানো হয়েছে। মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছি আমরা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।