J&K Terror Attack: বেছে বেছে হিন্দুদের মারল কাশ্মীরের ছাপোষা ঘরের এই ছেলে, ক’দিন আগেই পাকিস্তান থেকে কী শিক্ষা নিয়ে এসেছিল আদিল গুরে?

J&K Terror Attack: বৈসরণে হামলায় যুক্ত ছিল আদিল গুরে ও আসিফ শেখ নামক দুই জঙ্গি। দুজনেই কাশ্মীরের বাসিন্দা। এর মধ্যে আদিলের সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, আদিল অনন্তনাগের বাসিন্দা। আসিফের বাড়ি জম্মু-কাশ্মীরের ত্রালে।

J&K Terror Attack: বেছে বেছে হিন্দুদের মারল কাশ্মীরের ছাপোষা ঘরের এই ছেলে, কদিন আগেই পাকিস্তান থেকে কী শিক্ষা নিয়ে এসেছিল আদিল গুরে?
এই জঙ্গিরাই হামলা চালায় বৈসরণে।Image Credit source: TV9 বাংলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2025 | 9:00 PM

শ্রীনগর: ফিরে এল পুলওয়ামার স্মৃতি। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনেই গুলি চালিয়েছে জঙ্গিরা। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য কাশ্মীর রেজিস্ট্যান্স এই হামলার দায় স্বীকার করেছে। ইতিমধ্যেই ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। এদের মধ্যে দু’জন কাশ্মীরেরই বাসিন্দা। বাকি দু’জন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। এবার গোয়েন্দাদের হাতে এল জঙ্গিদের গতিবিধি নিয়ে বড় তথ্য।

পহেলগাঁওয়ের বৈসরণে হামলায় যুক্ত ছিল আদিল গুরে ও আসিফ শেখ নামক দুই জঙ্গি। দুজনেই কাশ্মীরের বাসিন্দা। এর মধ্যে আদিলের সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, আদিল অনন্তনাগের বাসিন্দা। আসিফের বাড়ি জম্মু-কাশ্মীরের ত্রালে।

সূত্রের খবর, আদিল লস্কর-ই-তৈবার শাখা সংগঠনের হয়ে কাজ করত। ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে নানা তথ্য জোগাড় করত। জঙ্গিদের নানাভাবে মদতও দিত।

গোয়েন্দা সূত্রেই জানা গিয়েছে, সম্প্রতি পাকিস্তানে গিয়েছিল আদিল। সেখানেই সম্ভবত সন্ত্রাস হামলার পরিকল্পনা করা হয়। এরপর কাশ্মীরে ফিরে এসে সেই পরিকল্পনাকে রূপ দেয় জঙ্গিরা। বৈসরণে আগে থেকে রেইকিও করে গিয়েছিল জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, আসিফ শেখ নামক বছর কুড়ি-পঁচিশের আরেক স্থানীয় যুবকও হামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিল। তবে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ইতিমধ্যেই পহেলগাঁওয়ের ওই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA)-র আধিকারিকরা। উপস্থিত রয়েছেন আইজি র‌্যাঙ্কের অফিসারও, তিনিও ঘটনাস্থল ঘুরে দেখবেন। শুনবেন প্রত্যক্ষদর্শীদের বয়ান। সূত্রের খবর, এনআইএ হামলার তদন্তভার গ্রহণ করতে পারে।