দেবভূমিতে প্রলয়, এখনও অবধি ২৬ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ১৮০
তপোবনে প্রায় ১৯০০ মিটার লম্বা সুড়ঙ্গ পথ। সেখানেই আরও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই সুড়ঙ্গের অনেকটা অংশ থেকে কাদা মাটি সরানো সম্ভব হয়েছে। রাত আড়াইটে নাগাদ ১৮০ মিটারের মোড় পর্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে সুড়ঙ্গ। কাদামাটি-পাথরের স্তূপের উচ্চতা কমানো গিয়েছে বেশ খানিকটা। সাফাইয়ের কাজ জোরকদমে চালিয়ে আরও ভিতরে এগোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইটিবিপির জওয়ানরা। তবে উদ্ধারকারীদের কথায়, এখনও বিপদের বাকি আছে। আগামী ৮০ থেকে ৯০ মিটার পথ অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি তাঁদের। সেখানেই আরও বেশি সংখ্যক মানুষ আটকে থাকতে পারেন।
দেখুন: হিমবাহ আছড়ে পড়ল জোশীমঠে
তপোবনে প্রায় ১৯০০ মিটার লম্বা সুড়ঙ্গ পথ। সেখানেই আরও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। চামোলি, ঋষিগঙ্গার তুমুল জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গিয়েছে এই এলাকা। জলস্তর ৭০ ফুট অবধি বেড়েছে। কাদা মাটিতে আটকে পড়েছে সুড়ঙ্গের পথ। জেসিবি মেশিন দিয়ে সুড়ঙ্গের পথ পরিষ্কার করে এগিয়ে যাচ্ছে আইটিবিপি।