Gauri Lankesh murder case: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তের জামিন

Karnataka High Court: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জামিন পেলেন। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে মোহন নায়েক এন নামে ওই অভিযুক্তকে জামিন দিয়েছে কর্নাটক হাইকোর্ট। এই মামলায় অভিযুক্তদের কেউ এই প্রথম জামিন পেল। দীর্ঘদিন মামলা চলছে মর্মেই জামিন পেল মোহন।

Gauri Lankesh murder case: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তের জামিন
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের প্রতিবাদ। ফাইল ছবি।Image Credit source: AFP

| Edited By: Sukla Bhattacharjee

Dec 09, 2023 | 9:19 AM

বেঙ্গালুরু: সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh) হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জামিন পেলেন। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে মোহন নায়েক এন নামে ওই অভিযুক্তকে জামিন দিয়েছে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। এই মামলায় অভিযুক্তদের কেউ এই প্রথম জামিন পেল।

আদালত সূত্রে জানা গিয়েছে, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার পরিকল্পনার অন্যতম অভিযুক্ত ছিল মোহন নায়েক। ২০১৮ সাল থেকে ৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশ হেফাজিত ছিল সে। কিন্তু, মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে বলে আদালতে আবেদন জানায় মোহন। যদিও আগে একাধিকবার মোহনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। অবশেষে শুক্রবার তার সেই আবেদন মঞ্জুর করেছে কর্নাটক হাইকোর্ট। আদালতের বিচারপতি বিশ্বজিৎ শেট্টরির সিঙ্গল বেঞ্চ ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে মোহনের জামিনের রায় দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির বাইরেই আততায়ীর গুলিতে নিহত হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। তিনজন মোটরবাইকে করে এসে অতর্কিতে তাঁকে গুলি করে হত্যা করেন। গৌরী লঙ্কেশকে হত্যা করার কারণ স্পষ্ট নয়। সেই ঘটনার পর থেকে এখনও মামলা চলছে। চার্জশিটে থাকা ৫২৭ জনের মধ্যে গত দু-বছরে মাত্র ৯০ জনের সাক্ষী নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে দ্রুত এই মামলার নিষ্পত্তি যে হবে না, তা স্পষ্ট করে দিয়েছে আদালত।