নয়া দিল্লি: সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিল লোকসভায় পাশ হয়েছে। এবার ওবিসিদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের এই দাবিতে রাজ্যসভা সরগরম হতেই পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা (J.P Nadda)। BJP নেতৃত্বাধীন এনডিএ সরকারই দেশকে প্রথম OBC প্রধানমন্ত্রী দিয়েছে বলে জানান তিনি।
বর্তমানে কেন্দ্রে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের সচিব রয়েছেন। ওবিসিদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলে এই বিষয়টি তুলে ধরেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারই জবাবে কংগ্রেসকে পাল্টা প্রশ্ন ছুড়ে জে.পি নাড্ডা বলেন, “১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বলার পরেই পরিষেবাগুলিতে ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়েছিল। কিন্তু, ২০০৪-২০১৪ পর্যন্ত ইউপিএ জমানায় ওবিসি সচিবের সংখ্যা কত ছিল?” এরপরই তিনি বলেন, “আমরা মনে করাতে চাই যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভারতকে প্রথম ওবিসি প্রধানমন্ত্রী দিয়েছিল।”
ওবিসি প্রধানমন্ত্রী বলতে নরেন্দ্র মোদীর কথাই বলেছেন জে পি নাড্ডা। তিনি আরও বলেন, “দেশের ২৭ শতাংশ বিজেপি বিধায়ক ও ৪০ শতাংশ MLC ওবিসি সম্প্রদায়ভুক্ত।” লোকসভায় কংগ্রেসের যে সংখ্যক সাংসদ রয়েছেন, তার থেকে বেশি সংখ্যক বিজেপি সাংসদ ওবিসি সম্প্রদায়ের বলেও জানিয়েছেন নাড্ডা। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “লোকসভায় বিজেপির ৩০৩ জন সাংসদের মধ্যে ৮৫ জনই ওবিসি সম্প্রদায়ের।”
এরপরই ‘তিন তালাক’ প্রত্যাহারের প্রসঙ্গ টেনে বিজেপি সভাপতি বলেন, “বিরোধীরা কেবল সংখ্যালঘু তুষ্টিকরণ এবং ভোট ব্যাঙ্ক রাজনীতি করে।” নরেন্দ্র মোদী সরকার অনগ্রসর শ্রেণি থেকে মহিলাদের ক্ষমতায়নে তৎপর জানিয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর কথাও বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।