Waqf (Amendment) Bill: শীতকালীন অধিবেশনেই ওয়াকফ বিল পাশ? শেষ বৈঠকেও উত্তপ্ত জেপিসি

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 21, 2024 | 10:38 PM

Waqf (Amendment) Bill: সূত্রের খবর, এদিনের বৈঠকেও কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠকের মধ্যেই স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। এদিকে সরকারি সূত্রের খবর, ৭ ডিসেম্বর লোকসভায় ওয়াকফ বিল পাশের জন্য পেশ করা হতে পারে।

Waqf (Amendment) Bill: শীতকালীন অধিবেশনেই ওয়াকফ বিল পাশ? শেষ বৈঠকেও উত্তপ্ত জেপিসি
জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল (ফাইল ফোটো)

Follow Us

নয়াদিল্লি: সংসদে রিপোর্ট পেশের আগে বৃহস্পতিবার ওয়াকফ সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক হল। এটাই শেষ বৈঠক বলে জানিয়ে দিলেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই ওয়াকফ সংক্রান্ত জেপিসির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিলেন তিনি। এদিকে জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে আবেদন জানিয়েছেন বিরোধী সাংসদরা। বিরোধী সাংসদদের দাবি, ওয়াকফ বিল নিয়ে পর্যালোচনা এখনও অসম্পূর্ণ।

সূত্রের খবর, এদিনের বৈঠকেও কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠকের মধ্যেই স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। এদিকে সরকারি সূত্রের খবর, ৭ ডিসেম্বর লোকসভায় ওয়াকফ বিল পাশের জন্য পেশ করা হতে পারে।

ওয়াকফ বিল নিয়ে জেপিসির পর্যালোচনা অসম্পূর্ণ। বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে JPC চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেন,
কমিটি গঠনের পর থেকে আজ পর্যন্ত মোট ২৫টি বৈঠক করেছে জেপিসি। প্রাক্তন বিচারপতি, ইসলামিক স্কলার, সংখ্যালঘু প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক অংশীদারের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সঙ্গে পাঁচটি বৈঠকে মোট ২৯ ঘণ্টা আলোচনা করা হয়েছে। তিনি জানান, এদিনের শেষ বৈঠকেও ৬ ঘণ্টা আলোচনা হয়েছে।

এই খবরটিও পড়ুন

জগদম্বিকা পাল বলেন, ওয়াকফ নিয়ে সম্যক ধারণা তৈরি করতে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্নাটক, তেলঙ্গানা, ওড়িশা এবং অসমে সফর করেছেন কমিটির সদস্যরা। এবার কমিটির প্রত্যেক সদস্যকে জেপিসির চূড়ান্ত রিপোর্টের খসড়া দেওয়া হবে।
প্রস্তাবিত সংশোধনী সম্পর্কে মতামত জানাতে চারদিন সময় দেওয়া হবে।

এদিকে, ওয়াকফ সম্পত্তি রক্ষায় স্ট্র্যাটেজি চূড়ান্ত করতে শীতকালীন অধিবেশন শুরুর ঠিক প্রাক্কালেই বার্ষিক সাধারণ সভার ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। ২৩ নভেম্বর থেকে কর্নাটকে শুরু হবে তাদের দুই দিনের বার্ষিক সাধারণ সভা।

 

Next Article