
নয়া দিল্লি: চলছে বাজেট অধিবেশন। ইতিমধ্যেই বাজেট পেশ হয়েছে। আজ, সোমবারও সংসদে গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজ জমা পড়বে ওয়াকফ সংশোধনী বিল। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে যুগ্ন সংসদীয় কমিটি সংসদে এই বিল পেশ করবে।
জানা গিয়েছে, সংসদে জগদম্বিকা পাল ও সঞ্জয় জয়সওয়াল মিলে এই রিপোর্ট পেশ করবেন। সঙ্গে পেশ করা হবে বিভিন্ন প্রমাণ রেকর্ডও, যা কমিটির কাছে জমা পড়েছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতেই ওয়াকফ আইনে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
গতকালই জগদম্বিকা পাল বলেন, “রিপোর্ট ও সংশোধিত বিলের উপরে ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ওয়াকফের সুযোগ-সুবিধা গরিব, মহিলা, অনাথ ও পিছিয়ে পড়া মানুষদেরই পাওয়া উচিত। স্পিকারের কাছে এই সংশোধিত বিল জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে ৪৪টি সংশোধনের প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে ১৪টি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠতা ভোটের ভিত্তিতে।”
গত ২৯ জানুয়ারি যুগ্ম সংসদীয় কমিটি খসড়া রিপোর্ট গ্রহণ করে। যদিও বিরোধী সাংদদের দাবি, তাদের কোনও বক্তব্যই শোনা হয়নি।
সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী বিলে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে মহিলা প্রতিনিধি, অমুসলিম প্রতিনিধি যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সম্পত্তির অধিকারে যেমন বদল আনা হয়েছে, তেমনই কোনও সম্পত্তিকে ওয়াকফের ঘোষণা করার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে।