AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage: সবে মালাবদল হয়েছে, স্টেজে উঠে বরের বন্ধুরা ধরিয়ে দিল নীল ড্রাম! তারপর যা হল…

Marriage: সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল উপহারের ভিডিয়ো। বর-কনে হাসিমুখে উপহার গ্রহণ করলেও অনেকেই এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। নৃশংস খুনের ঘটনাকে কীভাবে মজার বিষয় বানিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে।

Marriage: সবে মালাবদল হয়েছে, স্টেজে উঠে বরের বন্ধুরা ধরিয়ে দিল নীল ড্রাম! তারপর যা হল...
নবদম্পতিকে নীল ড্রাম উপহার।Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Apr 19, 2025 | 2:15 PM
Share

লখনউ: সবে মালাবদল হয়ে বিয়ে শেষ হয়েছে। মঞ্চে অতিথিদের হাসিমুখে আপ্যায়ন করছে নববধূ ও বর। এরই মধ্যে বরের বন্ধুরা উঠল স্টেজে। হাতে ধরাল উপহার। আর সেটা দেখেই আঁতকে উঠল বর। কেন? কারণ বন্ধুরা মিলে উপহার দিল নীল ড্রাম।

নীল ড্রাম কার্যত আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যুগলদের কাছে। উত্তর প্রদেশের মিরাটের নৃশংস হত্যাকাণ্ড দেখে ভীত পুরুষরা। আর সেই ঘটনাকেই মজা বানিয়ে নীল ড্রাম উপহার দিল বন্ধুরা। উত্তর প্রদেশের হামিরপুরে একটি বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে তাঁর বন্ধুরা উপহার দিল নীল ড্রাম। ওই উপহার দেখে কার্যত হকচকিয়ে যায় বর-কনে। পরে যদিও তারা হাসির ছলেই বিষয়টি নেয়।

সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল উপহারের ভিডিয়ো। বর-কনে হাসিমুখে উপহার গ্রহণ করলেও অনেকেই এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। নৃশংস খুনের ঘটনাকে কীভাবে মজার বিষয় বানিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই উত্তর প্রদেশের মিরাটে সৌরভ রাজপুত নামক মার্চেন্ট নেভি অফিসারকে নৃশংসভাবে খুন করে তাঁর স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল। সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে খুন করে। এরপর তারা সৌরভকে কুচি কুচি করে ১৫ টুকরো করে এবং নীল রঙের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয়।