MLA Poaching: সোরেনের ‘সেনা’রা হায়দরাবাদ ছাড়তেই ঘাঁটি গাড়ল আরেক রাজ্যের বিধায়করা! হচ্ছেটা কী?

Congress: আজ, সোমবার ঝাড়খণ্ডে আস্থাভোট। রবিবার রাতেই রাজ্যে পৌঁছন বিধায়করা। এদিকে, জেএমএম বিধায়করা হায়দরাবাদ ছাড়তেই সেখানে ঘাঁটি গাড়ল আরেক রাজ্যের বিধায়করা। কী এমন আছে হায়দরাবাদে যে ভিন রাজ্যের বিধায়কদের ওখানে নিয়ে গিয়ে রাখা হচ্ছে?

MLA Poaching: সোরেনের 'সেনা'রা হায়দরাবাদ ছাড়তেই ঘাঁটি গাড়ল আরেক রাজ্যের বিধায়করা! হচ্ছেটা কী?
হায়দরাবাদে এলেন বিহার কংগ্রেস বিধায়করা।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 6:44 AM

হায়দরাবাদ: হাতছাড়া হতে পারে বিধায়করা, সুযোগ পেলেই বিধায়কদের কিনে নিতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দল! ঘোড়া কেনাবেচা রুখতেই ঝাড়খণ্ডে আস্থা ভোটের আগে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ও কংগ্রেসের (Congress) বিধায়কদের নিয়ে গিয়ে রাখা হয়েছিল হায়দরাবাদে (Hyderabad)। আজ, সোমবার ঝাড়খণ্ডে আস্থাভোট (Floor Test)। রবিবার রাতেই রাজ্যে পৌঁছন বিধায়করা। এদিকে, জেএমএম বিধায়করা হায়দরাবাদ ছাড়তেই সেখানে ঘাঁটি গাড়ল আরেক রাজ্যের বিধায়করা। কী এমন আছে হায়দরাবাদে যে ভিন রাজ্যের বিধায়কদের ওখানে নিয়ে গিয়ে রাখা হচ্ছে?

জানা গিয়েছে, রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়করা হায়দরাবাদ ছাড়তেই, সেখানে এসে পৌঁছয় আরেক রাজ্যের বিধায়করা। ঝাড়খণ্ডের বিধায়কদের যে কারণে হায়দরাবাদে নিয়ে রাখা হয়েছিল, ঠিক সেই কারণেই বিহারের কংগ্রেস বিধায়কদের আনা হল হায়দরাবাদে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির পর আজ যেমন ঝাড়খণ্ডে আস্থাভোট রয়েছে, তেমনই বিহারেও নীতীশ কুমার ফের একবার পাল্টি খেয়ে বিজেপির সঙ্গে সরকার গঠন করার জেরে আস্থাভোট হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিহারে আস্থাভোট। তার এক সপ্তাহ আগেই কেনাবেচার ভয়ে কংগ্রেস দলের বিধায়কদের হায়দরাবাদে উড়িয়ে আনল।

যদিও কংগ্রেসের তরফে বলা হয়েছে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে বিধানসভা নির্বাচনে জয়ের অভিনন্দন জানাতেই হায়দরাবাদে এসেছেন বিহার কংগ্রেসের বিধায়করা। আগামী ১১ ফেব্রুয়ারি অবধি তাঁরা হায়দরাবাদেই থাকবে।

বিহারের প্রদেশ কংগ্রেসের ইনচার্জ মোহন প্রকাশ ঘোড়া কেনা-বেচার আশঙ্কা নিয়ে কথা বলতে না চাইলেও, জেডি(ইউ)-কে আক্রমণ করে তিনি বলেন, “ওদের আগে নিজেদের বিধায়কদের একজোট রাখা উচিত, তারপর আমাদের কথা ভাবুক।”

জানা গিয়েছে, হায়দরাবাদে আসার আগে বিহারের নেতারা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করেন দিল্লিতে। বিহারে কংগ্রেসের ১৯ জন বিধায়ক থাকলেও, খাড়্গের বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ জন। তাদেরই হায়দরাবাদে নিয়ে আসা হয়েছে।