Justice Dipankar Datta: সুপ্রিম কোর্টে নতুন যাত্রা শুরু বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্তের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 12, 2022 | 5:14 PM

Justice Dipankar Datta: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দীপঙ্কর দত্ত। আগামী ৮ বছর এই পদে থাকবেন তিনি।

Justice Dipankar Datta: সুপ্রিম কোর্টে নতুন যাত্রা শুরু বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্তের
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি: ছিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখান থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন বাঙালি সন্তান দীপঙ্কর দত্ত (Justice Dipankar Dutta)। সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি পদে শপথ নিলেন তিনি। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বাঙালি হিসেবে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে উন্নীত হওয়া স্বাভাবিকভাবেই বাঙালি জাতির কাছে একটা গর্বের বিষয়।

বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফেই সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশে কেন্দ্রের সম্মতির পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হলেন তিনি। গতকালই কেন্দ্রীয় আইন মন্ত্রকের অধীনে বিচারবিভাগীয় দফতরের তরফে তাঁর এই নিয়োগের বিষয়ে ঘোষণা করা হয়। এদিকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার আগে তিনি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে ছিলেন। ২০০৬ সালের ২২ জুন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। ২০২০ সালের ২৮ এপ্রিল তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব ছেড়ে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে জীবনের আরেক ধাপ যাত্রা শুরু করেন। এবার আজ থেকে আগামী ৮ বছর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেওয়ার পর বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল ২৮। তবে ৩৪ জন পর্যন্ত বিচারপতি থাকতে পারেন সুপ্রিম কোর্টে। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। এ বছরই তিনি ৫৭ বছরে পা দিলেন। ২০৩০ সালের ৮ ফেব্রুয়ারি অবধি তিনি এই পদে থাকবেন। শীর্ষ আদালতে বিচারপতি পদে থাকার মেয়াদ হল ৬৫ বছর। আজ থেকে নয়া পদে যাত্রা শুরু বিচারপতি দীপঙ্কর দত্তের। হাতে রয়েছে ৮ বছর।

Next Article