Kangana Ranaut: ‘আধুনিক রাবণ…’, ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 25, 2023 | 5:26 PM

Kangana Ranaut: ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলনের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে, স্পষ্ট ভাষায় সন্ত্রাসবাদের বিরোধিতা করেছেন তিনি। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। হামাস গোষ্ঠীকে তিনি 'আধুনিক রাবণ' বলেছেন।

Kangana Ranaut: আধুনিক রাবণ..., ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার
ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলনের সঙ্গে কঙ্গনা রানাওয়াত
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ২৭ অক্টোবরই মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াত অভিনিত ছবি ‘তেজস’। তেজস গিল চরিত্রের মধ্য দিয়ে ভারতীয় সেনা সদস্যদের সাহস ও বীরত্বের কাহিনি বর্ণনা করেছেন কঙ্গনা, এমনই শোনা যাচ্ছে। সিনেমা মুক্তির আগে, এই সাহসের মেজাজকে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে চাইছেন অভিনেত্রী। গত কয়েকদিনে, বিভিন্ন টেলিভিশন শো থেকে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি পৌঁছে গেলেন নয়া দিল্লির ইজরায়েলি দূতাবাসে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাবণ দহন উৎসবে যোগ দিতে নয়া দিল্লিতে এসেছেন কঙ্গনা। একই দিনে, ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলনের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে, স্পষ্ট ভাষায় সন্ত্রাসবাদের বিরোধিতা করেছেন তিনি। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। হামাস গোষ্ঠীকে তিনি ‘আধুনিক রাবণ’ বলেছেন।


বুধবার (২৫ অক্টোবর), সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলনের সঙ্গে তাঁর সাক্ষাতের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানিয়েছেন, বর্তমানে ইজরায়েল এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ইজরায়েলে সন্ত্রাসবাদীরা, নিরপরাধ শিশু এবং মহিলাদেরও ছাড়েনি বলে জানিয়ে, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের জয় কামনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, “আজ সারা বিশ্ব, বিশেষ করে ইজরায়েল এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গতকাল আমি রাবণ দহনের জন্য দিল্লিতে পৌঁছেছিলাম। আমার মনে হয়েছিল, যারা আজকের আধুনিক রাবণ হামাসের মতো সন্ত্রাসবাদীদের মোকাবিলা করছে, ইজরায়েল দূতাবাসে এসে তাঁদের সঙ্গে দেখা করা উচিত। যেভাবে শিশু ও মহিলাদের নিশানা করা হচ্ছে, তা হৃদয় বিদারক। আমি পূর্ণ বিশ্বাস, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হবে ইজরায়েল।”


নাওর গিলনের সঙ্গে তাঁর কথোপকথনের একটি অংশও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘তেজস’ এবং ভারতের দেশিয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ নিয়ে আলোচনা করেছেন।


কঙ্গনার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি শেয়ার করেছেন ইজরায়েলি রাষ্ট্রদূতও। নাওর গিলন লিখেছেন, “কঙ্গনা তাঁর সিনেমার প্রিমিয়ারের জন্য দিল্লিতে এসেছিলেন এবং ইজরায়েলের প্রতি তাঁর সমর্থন জানাতে আমাদের দূতাবাসে এসেছিলেন। এটা অত্যন্ত সুন্দর মুহূর্ত ছিল। শুধু তাঁকেই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ যুদ্ধে তাদের অটল সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অন্যান্য ভারতীয় বন্ধুদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ইজরায়েল-হামাস যুদ্ধের পরই ইজরায়েলের সমর্থনে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। হামাসকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলি মহিলাদের ছবি দেখে কেউ ভয় না পেয়ে থাকতেই পারে না। সন্ত্রাসবাদীরা তাঁদের মৃতদেহ পর্যন্ত ধর্ষণ করেছে। এক ইজরায়েলি মহিলা সৈন্যের দেহ নগ্ন করে ঘোরানো হয়েছে। এই ছবিগুলি দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে। প্রত্যেক শহিদেরই সসম্মানে মৃত্যু হওয়া উচিত।”

Next Article