লখনউ: দিল্লির সুলতানপুরির খাঞ্জাওয়ালায় বর্ষবরণের রাতে, গাড়ির ধাক্কায় স্কুটি আরোহী তরুণী অঞ্জলি সিং-এর ভয়াবহ মৃত্যুর ঘটনার আরও এক চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার ইতিমধ্যেই গাড়ির সওয়ারি পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার, দিল্লি পুলিশ জানাল, এই ঘটনায় তাদের সন্দেহভাজনের তালিকায় উঠে এসেছে আরও দুই ব্যক্তির নাম। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা জানিয়েছেন, এই দুই নয়া সন্দেহভাজন হল গাড়িটির মালিক আশুতোষ এবং ৫ অভিযুক্তের একজনের ভাই অঙ্কুশ। তাদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।
সাগরপ্রীত হুডা বলেন, “আমরা পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার সময় আমরা জানতে পেরেছি, এই ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত আছে। আমাদের দল তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। অপর দুই অভিযুক্তের নাম আশুতোষ এবং অঙ্কুশ খান্না। আমরা তাদের সন্ধান করছি। দুজনেই আমাদের হেফাজতে থাকা ৫ জনের বন্ধু। তারা ওই পাঁচজনকে রক্ষা করার চেষ্টা করেছিল।” তিনি আরও জানিয়েছেন এই নতুন দুই সন্দেহভাজন প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল।
এই ঘটনায় এখনওপর্যন্ত গ্রেফতার হওয়া পাঁচজন হল – দীপক খান্না (২৬), অমিত খান্না (২৫), কৃষ্ণ (২৭), মিঠুন (২৬) এবং মনোজ মিত্তল। বিশেষ কমিশনার জানিয়েছেন, দিল্লি পুলিশের মোট ১৮টি দল এই মামলার তদন্তে নিযুক্ত আছে। প্রথমে ধৃতরা দাবি করেছিল, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল দীপক। কিন্তু জেরার বেরিয়ে এসেছে যে, গাড়ি চালাচ্ছিল অমিত খান্না। যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করার চেষ্টা করছেন তাঁরা। বিশেষ কমিশনার হুডা আরও জানিয়েছেন, অঞ্জলি সিং-এর বান্ধবী, ঘটনার অন্যতম সাক্ষী নিধির বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর সঙ্গে অভিযুক্তদের কোনও যোগসূত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
নিধির বয়ান অবশ্য মানছে না অঞ্জলি সিং-এর পরিবার। তাদের মতে, নিধির সকল দাবি ভিত্তিহীন। দুর্ঘটনার রাতে অঞ্জলি মদ্যপ ছিল বলে নিধি দাবি করলেও, ময়নাতদন্তের রিপোর্টে তার কোনও উল্লেখ নেই। অঞ্জলি সিং-এর পরিবারের প্রশ্ন, কেন ওই রাতে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে গিয়েছিলেন নিধি?