রাষ্ট্রপতির সফরের কারণে হাসপাতালে পৌঁছতে দেরি, মহিলার মৃত্যুতে ক্ষমা চাইল পুলিশ

Kanpur Police Apologies over Woman Death: গোটা বিষয়টি জানতে পেরেই কানপুর পুলিশের তরফে পুলিশ প্রধান অসীম অরুণ টুইট করে লেখেন, "বন্দনা মিশ্রার মৃত্যুর কারণে আমি নিজের ও কানপুর পুলিশের তরফে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতের জন্য এটি বড় শিক্ষা হয়ে রইল।"

রাষ্ট্রপতির সফরের কারণে হাসপাতালে পৌঁছতে দেরি, মহিলার মৃত্যুতে ক্ষমা চাইল পুলিশ
মৃতার পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 6:21 PM

লখনউ: ট্রেনে চেপে গ্রামের বাড়ি যাবেন রাষ্ট্রপতি, তার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রেল থেকে সড়ক পথ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) কানপুরে পৌঁছনোর সময়ই যানজটের কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে পথেই মৃত্যু হল এক মহিলার। গোটা ঘটনাটি জানতে পেরেই কানপুর পুলিশ(Kanpur Police)-র তরফে মৃতার পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়।

শুক্রবারই তিনদিনের উত্তর প্রদেশ সফরে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কানপুর দেহাত জেলায় তাঁর আদি বাড়ি। সেখানেই গতকাল রাতে পৌঁছন তিনি। রাষ্ট্রপতির যাতায়াতের জন্য গোটা এলাকার যান চলাচল স্তব্ধ করে দেওয়া হয়, যারফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

এ দিকে, শুক্রবারই আচমকা অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের কানপুর মহিলা শাখার প্রধান বন্দনা মিশ্রা (৫০)। জানা গিয়েছে, তিনি সদ্যই করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথে বের হতেই প্রবল যানজটের মুখে পড়তে হয় তাঁদের। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে বহু কষ্টে হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গোটা বিষয়টি জানতে পেরেই কানপুর পুলিশের তরফে পুলিশ প্রধান অসীম অরুণ টুইট করে লেখেন, “বন্দনা মিশ্রার মৃত্যুর কারণে আমি নিজের ও কানপুর পুলিশের তরফে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতের জন্য এটি বড় শিক্ষা হয়ে রইল। আমরা শপথ নিচ্ছি যে, যান চলাচলের ব্যবস্থা এমন করব, যাতে সাধারণ মানুষ সবচেয়ে কম সময়ে নিজের গন্তব্যে পৌছে যান এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

রাষ্ট্রপতি নিজেও এই বিষয়টি জানতে পেরে বিচলিত হয়ে পড়েছেন বলে তিনি জানান। অপর একটি টুইটে লেখেন, “মাননীয় রাষ্ট্রপতি পুলিশ কমিশনার ও জেলাশাসককে ফোন করে গোটা ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। আধিকারিকরা যেন ব্যক্তিগতভাবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁর শোকবার্তা জানান, তার নির্দেশও দিয়েছেন।”

জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে এবং একজন সাব-ইন্সপেকটর ও তিনজন কনস্টেবলকে সাসপেন্ডও করা হয়েছে। এ দিন সকালে বন্দনা মিশ্রার শেষকৃত্যের সময়ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং পরিবারের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তারা।

আরও পড়ুন: অসাধু চক্র রুখতে কঠোর রেল, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে এ বার থেকে লাগবে বিশেষ নথি!