Uttar Pradesh: চলন্ত টোটোতে শ্লীলতাহানি, মাঝ রাস্তায় চালককে এমন সবক শেখালেন তরুণী, ভিডিয়োতেই দেখে নিন
Molestation Case: টোটোচালককে এক মহিলা এমন সবক শিখিয়েছেন যা দেখে অনেকর মুখ হাঁ হয়ে গিয়েছে।
কানপুর: মহিলাদের ক্ষেত্রে অপরাধ নতুন নয়, এমনকী তাদের উত্যক্ত করার ঘটনাও নতুন নয়। মাঝে মাঝে অকারণে মহিলাদের বিভিন্ন শারীরিক হেনস্থা অথবা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নারী হেনস্থার এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। উত্তর প্রদেশের কানপুরে এক অবাক করা ভিডিয়োর ঘটনা সামনে এসেছে। টোটোচালককে এক মহিলা এমন সবক শিখিয়েছেন যা দেখে অনেকর মুখ হাঁ হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের কানপুরে শহরে এই ঘটনাটি ঘটেছে। শ্লীলতাহানির অপরাধে এক তরুণী পায়ের থেকে চটি খুলে টোটোচালককে বেধড়ক মার মেরেছেন। প্রকাশ্য দিবালোকে, মাঝ রাস্তায় এই ঘটনাটি ঘটেছে।
#kanpur बजरिया थाना क्षेत्र के रामबाग में ई रिक्शा वाले को छेड़खानी करना पड़ा महंगा बीच रोड में महिला ने चप्पलों से ईरिक्शा चालक को पीटा।@Uppolice @kanpurnagarpol #ViralVideo pic.twitter.com/nbgpUr8RYo
— Neha Tiwari (@NehaTiwariabc) September 2, 2022
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানপুরের রামবাগ এলাকার বাজারিয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই তরুণী টোটো চালককে মারধর শুরু করার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত এক যুবক এসে চালককে চড় মারতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে টোটো চালককে মারধরের সময় আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিলেন। এই ভিডিয়ো প্রকাশের পর উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের ইঙ্গিত করা হয়েছে। বিবৃতি জারি করে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, বাজারিয়া থানার অফিসার ইনচার্জকে এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনা নিয়ে কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।