
নয়া দিল্লি: আইপ্যাক তল্লাশির জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চুরি-ডাকাতির অভিযোগ তুলেছে ইডি। মমতার হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল। এ দিন, সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার সম্পূর্ণ বিবরণ দেন। তারপরই পাল্টা সিব্বল সওয়াল করেন, রাজ্য প্রশাসনের এক্তিয়ার রয়েছে তদন্ত করার।
কবিল সিব্বল বলেন, “মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতি অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগ করা হয়েছে। অথচ তাঁদের পঞ্চনমা (সিজার লিস্ট) অন্য কথা বলছে। যদি এসব ঘটে থাকে তাহলে রাজ্যের প্রশাসনের এ বিষয়ে তদন্ত করার এক্তিয়ার আছে।”
একই সঙ্গে অভিষেক মনু সিঙ্ভি সওয়াল করছিলেন অফিসারদের হয়ে। বস্তুত, এই মামলায় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজীব কুমার-সহ একাধিক আধিকারিককে পার্টি করা হয়েছে। তাঁদের হয়েই লড়ছিলেন মনু সিঙ্ভি। তিনি সওয়াল করেন, কেন হাইকোর্টে পিটিশন ফাইল করার পর ফের সুপ্রিম কোর্টে আবার একটা পিটিশন ফাইল করা হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইনজীবী বলেন, “হাইকোর্টে গিয়ে বলা হল, সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয়েছে। হাইকোর্টে যেন শুনানি করা না হয়। পিটিশনে যে অভিযোগ করা হয়েছে তা পঞ্চনামায় উল্লেখ করা হয়নি।”
তিনি এও বলেন, “সকাল সাড়ে ছ’টায় তল্লাশি শুরু হয়েছে। সকালে সাড়ে ১১টায় ইমেল করে জানানো হয়েছে তদন্তের কথা। নিজেদের কর্মকান্ড লুকানোর জন্য এটা করা হয়েছে। মুখ্যমন্ত্রী একজন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রাপক। তিনি যখন কোথাও যান, তখন পুলিশ আধিকারিকদের সেখানে ছুটে যেতেই হয়। সেই কাজই তারা করেছে।”