Basavaraj Bommai: সাসপেন্ড কর্নাটকের ১০ বিজেপি বিধায়ক, প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী

BJP: বিধায়কদের প্রথমে সাসপেন্ড ও পরে আটক করার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। এই ঘটনা 'গণতন্ত্রের হত্যা'-র সামিল বলে কটাক্ষ করেছে কর্নাটক বিজেপি।

Basavaraj Bommai: সাসপেন্ড কর্নাটকের ১০ বিজেপি বিধায়ক, প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আটক। ফাইল ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

Jul 19, 2023 | 9:27 PM

বেঙ্গালুরু: ১০ বিধায়ককে সাসপেন্ড করার ঘটনায় উত্তাল কর্নাটক (Karnataka)। এবার বিধানসভায় বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সহ বিজেপি নেতাদের আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। একেবারে কর্নাটক বিধানসভা থেকেই বাসবরাজ বোম্মাইকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, কর্নাটক বিধানসভায় অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখান এবং স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়েন। এই ঘটনার জেরে বিজেপির ১০ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। যা নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু হয় বিধানসভা চত্বরে। অধিবেশন কক্ষের বাইরে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। আর সেই বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেই ঘটনার জেরেই বোম্মাই সহ বিক্ষুব্ধ বিজেপি বিধায়কদের আটক করে কর্নাটক পুলিশ।

বিধায়কদের প্রথমে সাসপেন্ড ও পরে আটক করার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। এই ঘটনা ‘গণতন্ত্রের হত্যা’-র সামিল বলে কটাক্ষ করেছে কর্নাটক বিজেপি। আজকের দিন ‘গণতন্ত্রের কালো দিন’ বলে মন্তব্য করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

যদিও বিধানসভার নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং বিজেপি বিধায়কদের আচরণ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জি পরমেশ্বর।