Tobacco Ban: ২১ বছরের কম বয়সীদের সিগারেট বিক্রি করা যাবে না, হতে পারে ৩ বছরের জেল

Tobacco Ban: এবার থেকে প্রকাশ্যে তামাকজাত পণ্য সেবন করতে পারবেন না। এর মধ্যে ধূমপান ও গুটকাও অন্তর্ভুক্ত। এই আইনের ৪এ ধারার অধীনে হুক্কা বার খোলা ও চালানোও নিষিদ্ধ করা হয়েছে।

Tobacco Ban: ২১ বছরের কম বয়সীদের সিগারেট বিক্রি করা যাবে না, হতে পারে ৩ বছরের জেল
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

May 31, 2025 | 7:03 PM

বেঙ্গালুরু: ধূমপান নিয়ে ব্যাপক কড়াকড়ি। রাজ্যে নিষিদ্ধ করা হল হুক্কা বার। তামাকজাত পণ্য কেনার বয়সও ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করা হল। নিয়ম ভাঙলেই কড়া শাস্তি ও মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

গত ৩০ মে কর্নাটক সরকার এই নির্দেশিকা জারি করেছে। রাষ্ট্রপতির কাছ থেকেও সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস (কর্নাটক অ্যামেন্ডমেন্ট) বিল পাশ হওয়ার পরই এই নিয়ম চালু করা হল।

এরফলে এবার থেকে প্রকাশ্যে তামাকজাত পণ্য সেবন করতে পারবেন না। এর মধ্যে ধূমপান ও গুটকাও অন্তর্ভুক্ত। এই আইনের ৪এ ধারার অধীনে হুক্কা বার খোলা ও চালানোও নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে ১ বছর থেকে ৩ বছরের জেল এবং ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তবে ৩০টির বেশি রুম যুক্ত হোটেল বা রেস্তোরাঁয় এবং এয়ারপোর্টের স্মোকিং এরিয়ায় ধূমপান করা যাবে।

অন্যদিকে, এই আইনের অধীনে ২১ বছরের কম বয়সীদের সিগারেট বা অন্য কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না।

যদি প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে বা তামাকজাত পণ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়েন, তবে ২০০ থেকে ১০০০ টাকা জরিমানা করা হবে।