BJP MLA Arrested: গ্রেফতার বিজেপি বিধায়ক, ঘুষ নেওয়ার অভিযোগে ধরা পড়েন ছেলেও

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Updated on: Mar 28, 2023 | 10:26 AM

Karnataka: কর্নাটকের একটি সাবান, ডিটারজেন্ট সংস্থার চেয়ারম্যান মাদল। সেই সংস্থার টেন্ডার সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগে প্রথমে গ্রেফতার হন বিধায়কের ছেলে প্রশান্ত মাদল।

BJP MLA Arrested: গ্রেফতার বিজেপি বিধায়ক, ঘুষ নেওয়ার অভিযোগে ধরা পড়েন ছেলেও
বিধায়ক মাদল বিরুপাক্ষ।

Follow us on

কর্নাটক: কর্নাটকের বিজেপি বিধায়ক কে মাদল বিরুপাক্ষ গ্রেফতার। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। এরপর সোমবার তাঁকে গ্রেফতার করে লোকায়ুক্ত পুলিশ। গাড়িতে সফর করছিলেন চান্নাগিরির এই বিধায়ক। তামাকুরুর কায়াতসন্দ্রা টোলবুথের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড বা কেএসডিএলের (KSDL) চেয়ারম্যান ছিলেন মাদল। সেই সংস্থার টেন্ডার সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগে প্রথমে গ্রেফতার হন বিধায়কের ছেলে প্রশান্ত মাদল। অভিযোগ ওঠে, ৪০ লক্ষ টাকা ঘুষ নেন বিধায়ক-পুত্র। আর সেই ঘুষ বাবার হয়ে নিয়েছিলেন বলেই অভিযোগ।

লোকায়ুক্ত পুলিশের তরফে জানানো হয়, কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডে কাঁচামাল সরবরাহের একটি টেন্ডারের জন্য ঘুষ নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তদন্তে নেমে মাদলের বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। মাদল বিরুপাক্ষর বাড়ি থেকে সে সময় প্রায় ৭ কোটি টাকা উদ্ধার হয়। যদিও এই টাকা প্রসঙ্গে বিজেপি বিধায়কের দাবি ছিল, সুপুরি বিক্রি করে এই টাকা আসে। এরপর কেএসডিএলের চেয়ারম্যান পদ থেকে সরতেও হয় তাঁকে।

বিধায়ক মাদল বিরুপাক্ষের দাবি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার শিকার তিনি। একইসঙ্গে তাঁর ছেলেও নির্দোষ বলেই দাবি বিধায়কের। কেউ তাঁর অফিসে টাকা রেখে গিয়েছিল বলেও দাবি তাঁর। বিধায়ক-পুত্র প্রশান্ত মাদল বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ডের চিফ অ্যাকাউন্ট অফিসার।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla