Karnataka CM: মঞ্চেই মেজাজ হারালেন, পুলিশকর্তাকে ‘চড়’ মারতে হাত তুললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
Karnataka CM: ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কালো পতাকা দেখানোয় বক্তৃতা বন্ধ করেন সিদ্দারামাইয়া। তারপরই পুলিশ অফিসারকে ডেকে পাঠান। সভায় কীভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে? ভাইরাল ভিডিয়োতে শোনা যায়, সিদ্দারামাইয়া বলছেন, "পুলিশ সুপার কে? আপনারা কী করছেন?"

বেঙ্গালুরু: মঞ্চে বক্তৃতা রাখার সময় মেজাজ হারালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু তাই নয়, এক পুলিশকর্তাকে কার্যত চড় মারতে হাত তোলেন। যা নিয়ে কর্নাটকের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
সোমবার বেলাগাভিতে জনসভা ছিল কংগ্রেসের। সেখানেই বক্তব্য রাখছিলেন সিদ্দারামাইয়া। তাঁর বক্তৃতার সময় দর্শকদের মধ্যে কয়েকজন কালো পতাকা দেখান। তাতেই মেজাজ হারান কর্নাটকের মুখ্যমন্ত্রী। তারপরই পুলিশকর্তাকে চড় মারতে হাত তোলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কালো পতাকা দেখানোয় বক্তৃতা বন্ধ করেন সিদ্দারামাইয়া। তারপরই পুলিশ অফিসারকে ডেকে পাঠান। সভায় কীভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে? ভাইরাল ভিডিয়োতে শোনা যায়, সিদ্দারামাইয়া বলছেন, “পুলিশ সুপার কে? আপনারা কী করছেন?” এরপর আর শোনা যায়নি মুখ্যমন্ত্রীর কণ্ঠ। সেইসময়ই অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ বারামণির দিকে হাত তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তৎক্ষণাৎ কিছুটা পিছিয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার।
মুখ্যমন্ত্রীর আচরণের নিন্দা করে এক্স হ্যান্ডলে জনতা দল সেকুলার লিখেছে, “ক্ষমতা চিরস্থায়ী নয়।” সিদ্দারামাইয়াকে আক্রমণ করে কর্নাটক বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ বলেন, “আপনার ঔদ্ধত্য সব সীমা ছাড়িয়ে গিয়েছে।” মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে বিজেপি দাবি জানিয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির কড়া পদক্ষেপের মধ্যেই গতকাল সিদ্দারামাইয়া বলেছিলেন, “যুদ্ধের প্রয়োজন নেই।” তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। এদিন কংগ্রেসের সভায় বিজেপি কর্মীরা কালো পতাকা দেখান বলে জানা গিয়েছে।





