Karnataka Assembly Election 2023: ভোট ঘোষণা হয়নি, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন বলে ঘোষণা দলিত নেতার

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 19, 2023 | 10:54 AM

২০১৮ সালের বিধানসভা ভোটের পর কংগ্রেস এবং জেডিএস জোট সরকার গঠন করে। এইচ ডি কুমারস্বামী হয়েছিলেন সেই সরকারের মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন পরমেশ্বর।

Karnataka Assembly Election 2023: ভোট ঘোষণা হয়নি, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন বলে ঘোষণা দলিত নেতার
কংগ্রেস নেতা জি পরমেশ্বর

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটকে মে মাসে হতে পারে বিধানসভা নির্বাচন। যদিও এখনও সেখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু শাসক ও বিরোধী দুই শিবিরই নেমেছে প্রচারে। কংগ্রেসও ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছে। কিন্তু আগামী নির্বাচনের জন্য কোনও শিবিরই নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। দল ঘোষণা না করলেও মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা গোপন করছেন না নেতারা। সে রকমই এক কংগ্রেস নেতা প্রচারে বেরিয়ে নিজেকে মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার বলে ঘোষণা করেছেন। যদিও দল এখনও এ রকম কোনও ঘোষণা করেনি বলে সাফাই দিয়েছেন ওই কংগ্রেস নেতা। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলে দাবি করা ওই নেতার নাম জি পরমেশ্বর। কংগ্রেসের এই দলিত নেতা পাঁচবারের বিধায়ক। বৃহস্পতিবার কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার এবং সিদ্ধারামাইয়ার সঙ্গে বেরিয়ে ছিলেন প্রচারে। সেখানেই এ কথা বলে বিতর্ক বাড়িয়েছেন পরমেশ্বর।

প্রচারের বেরিয়ে পরমেশ্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল কর্নাটকে দলিত মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা। সেই প্রশ্নের জবাবেই পরমেশ্বর বলেছেন, “আমরা কোনও জাতির ভিত্তিতে মুখ্যমন্ত্রী ঠিক করি না। দলের লক্ষ্য পূরণ করার ক্ষমতা যার রয়েছে, যিনি ওই পরিস্থিতিতে সবথেকে বেশি সমর্থ তাঁকেই মুখ্যমন্ত্রী করবে দল। তাই কেউ দলিত না অন্য কোনও সম্প্রদায়ের তার ভিত্তিতে আমাদের মুখ্যমন্ত্রী হবে না।” এর পরই কংগ্রেসের সম্ভাব্য ১০ মুখ্যমন্ত্রীর নাম করেছেন পরমেশ্বর। সেই তালিকায় রেখেছেন নিজেকেও। নিজের রাজনীতিতে আসার কারণও জানিয়েছেন এই কংগ্রেস নেতা। বলেছেন, ‘ক্ষমতা পেতেই’ তিনি রাজনীতি করেন। যদিও মুখ্যমন্ত্রিত্বের ব্যাপারে পার্টির হাইকম্যান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

পরমেশ্বরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস করবে কি না তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু এর আগে কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। ২০১৮ সালের বিধানসভা ভোটের পর কংগ্রেস এবং জেডিএস জোট সরকার গঠন করে। এইচ ডি কুমারস্বামী হয়েছিলেন সেই সরকারের মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন পরমেশ্বর। যদিও সেই সরকারের পতন হয়। এক বছরের মধ্যে এবং বিজেপি সরকার গঠন করে সেখানে। তার আগে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি।

Next Article