COVID Norms: বদ্ধ জায়গায় পরতেই হবে মাস্ক, এই রোগ থাকলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা, জারি নয়া নির্দেশিকা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 23, 2022 | 8:22 AM

Karnataka Government: রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে মাস্ক পরার উপরে জোর দেওয়া হয়। পাব, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, বাস, ট্রেন বা বিমানের মতো বদ্ধ জায়গা, যেখানে বহু সংখ্যক মানুষ উপস্থিত থাকেন, সেখানে মাস্ক পরতে বলা হয়।

COVID Norms: বদ্ধ জায়গায় পরতেই হবে মাস্ক, এই রোগ থাকলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা, জারি নয়া নির্দেশিকা
ফিরছে মাস্ক পরার নিয়ম। ছবি:PTI

Follow Us

বেঙ্গালুরু: আবার ফিরে আসছে মাস্ক (Mask) পরার নিয়ম। চিনের করোনা পরিস্থিতি (China COVID-19 Situation) যত জটিল হয়ে উঠছে, ততই উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। পাশাপাশি উদ্বিগ্ন রাজ্যগুলিও। বিশেষত যে রাজ্যগুলিতে আন্তর্জাতিক যাত্রীদের আনাগোনা বেশি, সেই রাজ্যগুলিতেই নয়া ভ্যারিয়েন্টের করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। এই পরিস্থিতিতেই বড় ঘোষণা করল কর্নাটক সরকার (Karnataka)। জানানো হল, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বদ্ধ জায়গায় ও এয়ার কন্ডিশনড রুমগুলিতে সর্বক্ষণ মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে। চিন, কোরিয়া, জাপান, আমেরিকা সহ একাধিক দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট, বিএফ.৭ -র কারণে যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সরকারের তরফে।

চিন সহ অন্য়ান্য দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বুধবার বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার বৈঠকে বসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্রের তরফে যেখানে করোনাবিধি অনুসরণ, মাস্ক পরার মতো নিয়ম মেনে চলতে বলা হয়েছে, সেখানে একই সুরে সুর মিলিয়ে কর্নাটক সরকারও করোনা নিয়ে সতর্কতা জারি করল। বৃহস্পতিবারই রাজ্য সরকারের তরফে ডানানো হয়, যাদের ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা রয়েছে এবং সিভিওর অ্যাকুউট রেসপিরেটরি ডিজিজ রয়েছে, তাদের করেনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হল।

আন্তর্জাতিক যাত্রীদের মধ্য়ে অন্তত ২ শতাংশের করোনা পরীক্ষা করার নিয়ম আগেই ছিল কর্নাটকের বিমানবন্দরগুলিতে। কেন্দ্রের নতুন কোনও নির্দেশ না আসা অবধি এই নিয়ম জারি রাখা হবে বলেই জানান কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর। তিনি জানান, যে সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসবে, তাদের নমুনা সঙ্গে সঙ্গে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা শীঘ্রই বদ্ধ জায়গা অর্থাৎ ইনডোর লোকেশন ও এয়ার কন্ডিশনড রুমে মাস্ক পরার নিয়ম জারি করব। পাশাপাশি যাদের ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের করোনা পরীক্ষা করার নিয়মও বাধ্যতামূলক করা হবে।”

স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বিকেলে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে মাস্ক পরার উপরে জোর দেওয়া হয়। পাব, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, বাস, ট্রেন বা বিমানের মতো বদ্ধ জায়গা, যেখানে বহু সংখ্যক মানুষ উপস্থিত থাকেন, সেখানে মাস্ক পরতে বলা হয়। তবে এখনই মাস্ক না পরলে জরিমানার ঘোষণা করা হচ্ছে না বলেই জানানো হয়েছে।

করোনা পরীক্ষা ও মাস্ক পরার উপরে জোর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী সুধাকর জানান, সমস্ত জেলা হাসপাতালে পর্যাপ্ত বেড ও অক্সিজেন সরবরাহ সহ বিশেষ কোভিড ওয়ার্ড খোলা হবে। সরকার রাজ্যের বেসরকারি ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলির সঙ্গেও মিলিতভাবে কাজ করবে করোনা রোগীদের জন্য বেড সংরক্ষণ করার জন্য। বর্তমানে রাজ্য়ে প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে বলেই জানান স্বাস্থ্য়মন্ত্রী।

Next Article