বেঙ্গালুরু: ভয়াবহ পথদুর্ঘটনার দৃশ্য ধরা পড়ল রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। তা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে বাইকে। সেই ধাক্কা খেয়ে বাইক চালক ছিটকে পড়েন রাস্তার অন্য প্রান্তে। দ্রুত গতিতে আসা ঘাতক গাড়িটি বাইকে ধাক্কা মারার পর ধাক্কা মারে রাস্তা দিয়ে যাওয়া কয়েক জন স্কুল ছাত্রীকেও। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাইচুর জেলায়। ঘটনা নিয়ে মামলাও দায়ের হয়েছে রাইপুর ট্রাফিক পুলিশ স্টেশনে।
জানা গিয়েছে, ১৮ জুলাই ঘটেছিল সেই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন চার জন ছাত্রী। তাদের পরনে স্কুল ইউনিফর্ম। তখন এক বাইক আরোহী রাস্তার ইউটার্ন দিয়ে বাইক ঘোরাতে গেলেন। তখনই একটি চারচাকা গাড়ি দ্রুত গতি এসে ধাক্কা মারল বাইকে। সঙ্গে সঙ্গে বাইকটি গাড়ির ধাক্কায় এগিয়ে গেল। বাইকচালক ছিটকে পড়লেন রাস্তার ধারে। বাইকে ধাক্কা মেরে গাড়িটি ধাক্কা মারে ছাত্রীদের। দুই ছাত্রী বরাত জোরে বেঁচে গেলেও। বাকি দুই ছাত্রী গাড়ির ধাক্কায় মাটিতে পড়ল। এই দুর্ঘটনার পর দাঁড়ায়নি ঘাতক গাড়িটি। উল্টে গতি বাড়িয়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই গাড়ি। এর পর দেখা গেল, আহত দুই ছাত্রীকে ধরে কোনও মতে তুললেন বাকি ২ জন ছাত্রী।
4TV UPDATES ** In Karnataka Hit-And-Run, Car Ploughs Into Biker, Students
The biker, seen catapulting in the air upon impact, sustained major injuries, while the two girl students, who were walking by the side of the road, were left with minor injuries. pic.twitter.com/s5Ucs11SLW— Shakeel Yasar Ullah (@yasarullah) July 27, 2023
জানা গিয়েছে, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। রাইপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুই নাবালিকা ছাত্রীও আহত হয়েছে। তাদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে ট্রাফিক পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারাল বলেছেন, “ঘটনা নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাইকচালক ও গাড়িচালক ২ জনেরই ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে নির্দোষ স্কুলছাত্রীরা আহত হয়েছে।”