Karnataka Minister to step down : পদত্যাগের সিদ্ধান্ত ঠিকাদারের মৃত্যুতে অভিযুক্ত মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 14, 2022 | 9:12 PM

Karnataka Minister KS Eshwarappa : ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যুর পর কেএস ঈশ্বরাপ্পা বলেছিলেন, সন্তোষকে তিনি চিনতেন না। পদত্যাগের দাবিও খারিজ করে দিয়েছিলেন তিনি। কিন্তু, দিনদুয়েক কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত বদল করলেন কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী।

Karnataka Minister to step down : পদত্যাগের সিদ্ধান্ত ঠিকাদারের মৃত্যুতে অভিযুক্ত মন্ত্রীর
কর্ণাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (ফোটো সৌজন্য-ANI)

Follow Us

বেঙ্গালুরু : ঘুষ চাওয়ার অভিযোগ। অভিযোগকারীর আত্মহত্যা। আর তা ঘিরেই বিতর্কের জেরে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। আজ তিনি জানিয়ে দিলেন, আগামিকাল মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন। যদিও তাঁর এই সিদ্ধান্তের আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছিলেন, পুলিশের কাছ থেকে ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যুর প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই তিনি ঈশ্বরাপ্পার পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু, পুলিশের প্রাথমিক রিপোর্ট আসার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঈশ্বরাপ্পা।

মঙ্গলবার উদুপির একটি লজে ঠিকাদার সন্তোষ পাটিলের দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে সংবাদমাধ্যম ও বন্ধুদের মেসেজ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর জন্য একমাত্র কেএস ঈশ্বরাপ্পা দায়ি বলে অভিযোগ করেন ওই ঠিকাদার।

এর আগে ওই ঠিকাদার ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছিলেন। ঈশ্বরাপ্পার দফতরের অধীনে ৪ কোটি টাকার কাজের বরাত পেয়েছিলেন তিনি। কাজ সম্পূর্ণ করার পর মন্ত্রীর সঙ্গীরা ৪০ শতাংশ কমিশন চেয়েছিলেন বলে অভিযোগ। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠিও লিখেছিলেন ওই ঠিকাদার। সেইসময় অভিযোগ খারিজ করেন ঈশ্বরাপ্পা। এমনকী, সন্তোষের বিরুদ্ধে মানহানির মামলাও করেন।

সন্তোষের মৃত্যুতে মন্ত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর করে তাঁর পরিবার। তাঁদের গ্রেফতারের দাবি জানায়। ঈশ্বরাপ্পার পদত্যাগের দাবিতে কর্ণাটকের কংগ্রেস নেতারা মিছিল করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস নেতারা এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন।

আর বিতর্কে জেরে শেষপর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঈশ্বরাপ্পা। সূত্রে জানা গিয়েছে, ঈশ্বরাপ্পা যাতে পদত্যাগ করেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সেই নির্দেশ এসেছে। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন : FIR against Karnataka Minister : ৪ কোটির ৪০ শতাংশ ঘুষ! মন্ত্রীকে গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতে অস্বীকার সন্তোষের পরিবারের

Next Article