Karnataka Minister: দীপাবলিতে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের সোনা-রুপা, নগদ ১ লক্ষ টাকা উপহার মন্ত্রীর, চিনে নিন তাঁকে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 24, 2022 | 6:37 PM

Karnataka: বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পুর প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের দু'ধরনের উপহার পাঠিয়েছেন বিধায়ক।

Karnataka Minister: দীপাবলিতে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের সোনা-রুপা, নগদ ১ লক্ষ টাকা উপহার মন্ত্রীর, চিনে নিন তাঁকে
ছবি: সংগৃহীত

Follow Us

বেঙ্গালুরু: আগামী বছরই কর্নাটকে বিধানসভা নির্বাচন। বিভিন্ন কারণে বর্তমান পরিস্থিতিতে চাপের মধ্যে রয়েছেন বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এর মধ্যেই নতুন করে চর্চায় কর্নাটক সরকারে পর্যটন মন্ত্রী আনন্দ সিং। তাঁর বিধানসভা কেন্দ্র হোসাপেতের নির্বাচতি জনপ্রতিনিধিদের বিধায়কের পাঠানো উপহার নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। দিওয়ালির কারণে নিজের বিধানসভা এলাকার জনপ্রতিনিধদের দামি উপহার এবং নগদ টাকা উপহার দিয়েছেন। জনপ্রতিনিধিদের বিধায়কের দেওয়া গিফট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

ভাইরাল পোস্টে দেখা গিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের উপহার বোঝাই একটি বাক্স পাঠিয়েছেন আনন্দ সিং। বাক্সের মধ্যে সোনা, রূপা বাটের পাশাপাশি জামাকাপড় ও নগদ টাকা রয়েছে। বিধায়কের পাঠানো উপহার নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি কর্নাটকের পর্যটন মন্ত্রী।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পুর প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের দু’ধরনের উপহার পাঠিয়েছেন বিধায়ক। পুর প্রতিনিধিদের পাঠানো বক্সে নগদ ১ লক্ষ টাকা, ১৪৪ গ্রাম সোনা, ১ কেজি রূপা, সিল্ক শাড়ি, ধুতি এবং ড্রাই ফ্রুট ছিল, অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সদস্যদের পাঠানো বক্সে সোনা ছিল না এবং নগদের পরিমাণও কমছিল।

জানা গিয়েছে, সে রাজ্যের পর্যটনমন্ত্রী সব মিলিয়ে ৩০০টিরও বেশি উপহারের বাক্স পাঠিয়েছেন। জানা গিয়েছে, সেখানকার পুরসভায় ৪০ জন প্রতিনিধি রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের সংখ্যাও ২০০। যদিও সংবাদমাধ্যম জানিয়েছেন, বেশ কয়েকজন জনপ্রতিনিধি বিধায়কের পাঠানো উপহার গ্রহণ করেননি। তাদের দাবি বিধানসভা নির্বাচনের আগে সুবিধা পেতেই এই কাজ করেছেন বিধায়ক।

Next Article