বেঙ্গালুরু: কথায় আছে বড়দের থেকেই শিক্ষা নেয় ছোটরা। তা সে জীবনদর্শনেই হোক, বা সততা, ছোটদের পথ দেখান বয়সে বড়রাই। কিন্তু সেই বড়রাই যদি সোজা পথের বদলে অন্যায় ও কুপথে চলার পরামর্শ দেন, তাহলে? স্কুল পড়ুয়াদের পরীক্ষায় টোকাটুকি নিয়েই জ্ঞান দিলেন মন্ত্রী। গর্বের সঙ্গে বললেন, টুকলি করেই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। টোকাটুকিতে তাঁর পিএইচডি করা, এমনটাই দাবি মন্ত্রীর। ইতিমধ্যেই ভাইরাল মন্ত্রীর সেই ভিডিয়ো। মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।
বিতর্কিত এই মন্তব্যটি করেছেন কর্নাটকের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বি শ্রীরামুলু। রাজ্যের বেলারি জেলায় একটি কলেজের হীরক জয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই নিজের ছাত্রজীবনের কথা বলতে গিয়ে পরীক্ষায় টোকাটুকি করার কথা স্বীকার করে নেন। দশম শ্রেণিতে যে টুকেই পাশ করেছিলেন, তাও বলেন।
পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, “আমি স্কুলে শেষ বেঞ্চে বসতাম। লেখাপড়াতেও মন ছিল না। তবে টোকাটুকিতে পিএইচডি করেছি। টিউশনে রোজ আমায় অপমান করা হত। বলা হত, আমার দ্বারা কিছুই হবে না। কোনও কিছুতেই ভাল নই আমি। যখন আমি বলেছিলাম যে দশম শ্রেণি পাশ করেছি, তখন আমার শিক্ষক চমকে গিয়েছিলেন। আমি বলেছিলাম, টুকেই পাশ করেছি। শুধু পাশ করা নয়, আমি পরীক্ষায় টোকাটুকিতে পিএইচডি করেছি।”
এখানেই থামেননি তিনি। স্বীকার করেন যে শিক্ষকদের র্যাগিং করতেন তিনি। বিভিন্ন অপরাধে ১৪ বার জেলেও গিয়েছেন বলে জানান। পরে অবশ্য নিজের সাফাইয়ে বলেন, “গরিবদের রক্ষাকর্তা হিসাবে এইসব কাজ করতাম। গরিবরা যাতে সুবিচার পান, তার জন্যই গুন্ডাগিরি করা নিয়েও ভাবিনি।”