Karnataka: ক্লাস ইলেভেনের ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ প্রধান শিক্ষিকা, এ কেমন ফোটোশুট

Karnataka teacher student photoshoot: গুরুতর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ভ্রমণে গিয়ে এক ছাত্রর সঙ্গে প্রকাশ্যেই ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। সেই ঘনিষ্ঠতার ছবি নিজের মোবাইলে তুলেছিলেন। সেই ছবিগুলি ফাঁস হয়ে যাওয়াতেই, ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলে।

Karnataka: ক্লাস ইলেভেনের ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ প্রধান শিক্ষিকা, এ কেমন ফোটোশুট
এরা ছাত্র এবং শিক্ষিকা, কে বলবে? Image Credit source: Twitter

Dec 31, 2023 | 3:28 PM

বেঙ্গালুরু: ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা। ভ্রমণে ছাত্রছাত্রীরা শিক্ষা কতটা পেয়েছে, তার হিসেব নেই। কিন্তু, গুরুতর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ভ্রমণে গিয়ে এক ছাত্রর সঙ্গে প্রকাশ্যেই ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। সেই ঘনিষ্ঠতার ছবি নিজের মোবাইলে তুলেছিলেন। সেই ছবিগুলি ফাঁস হয়ে যাওয়াতেই, ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামল্লা গ্রামে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মুরুগামল্লা গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা পুষ্পলতা। ভ্রমণের সময় একাদশ শ্রেণির এক নাবালক ছাত্রের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন পুষ্পলতা, এমনটাই অভিযোগ। শুধু ঘনিষ্ঠ হওয়ায়ই নয়, সেই অন্তরঙ্গ মুহূর্তগুলির ছবি তিনি তাঁর মোবাইল ফোনে বন্দিও করেছিলেন। ওই ছবিগুলি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। দ্রুত ভাইরাল হয় ছবিগুলি।

ছবিগুলিতে, প্রধান শিক্ষিকা পুষ্পলতাকে ওই হাই স্কুলের ছাত্রের সঙ্গে বিভিন্ন রোমান্টিক ভঙ্গীতে দেখা গিয়েছে। কোনও ছবিতে দেখা যাচ্ছে, পুষ্পলতাকে চুম্বন করছে ওই ছাত্র। কোনও ছবিতে সে তাঁকে জাপ্টে ধরে কোলে তুলে নিয়েছে। একটি ছবিতে প্রধান শিক্ষিকার শাড়ি টেনে খুলে দেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে ওই ছাত্রকে। কোনও ছবিতেই দেখে মনে হয়নি, এই ঘনিষ্ঠতায় প্রধান শিক্ষিকার কোনও আপত্তি আছে। বরং, তাঁকে ওই ছাত্রকে মদত দিতেই দেখা গিয়েছে। তাঁর হাতে আবার ফুলও ছিল।

এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই, ওই ছাত্রের বাবা-মা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। অবিলম্বে তাঁরা স্কুলে হানা দিয়ে পুষ্পলতার মুখোমুখি হয়েছিলেন। পুষ্পলতা তাঁদের ক্ষোভকে বিশেষ পাত্তা দেননি বলে অভিযোগ। এরপর, ক্ষুব্ধ অভিভাবকরা ব্লক শিক্ষা অফিসারের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষিকার আচরণের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষা ক্ষেত্রে জবাবদিহিতা থাকা প্রয়োজন। পুষ্পলতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। শিক্ষামূলক ভ্রমণের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক মহলে।