রোজ রাতেই বিছানায় টেনে নিয়ে ‘ধর্ষণ’ করত যুবক, বসে দেখত তাঁর স্ত্রী, তারপর যুবতীর সঙ্গে যা করল…

Crime: ২৮ বছর বয়সী ওই যুবতী বিবাহিত। তাঁকে অভিযুক্ত দম্পতি নানা গল্প কথা শুনিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই থাকতে বলে। এর দিন কয়েক পরই অভিযুক্ত যুবক শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি শুরু করে।

রোজ রাতেই বিছানায় টেনে নিয়ে ধর্ষণ করত যুবক, বসে দেখত তাঁর স্ত্রী, তারপর যুবতীর সঙ্গে যা করল...
প্রতীকী ছবি Image Credit source: Facebook

|

Apr 22, 2024 | 7:39 AM

বেঙ্গালুরু: ফুঁসলিয়ে নিয়ে গিয়েছিল বাড়িতে। দম্পতি দু হাত বাড়িয়ে গ্রহণ করে নিয়েছিল তাঁকে। কিন্তু দু-চারদিন বাদেই বেরিয়ে এল ওই দম্পতির আসল চেহারা। যুবতীকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিল যুবক। সেই শারীরিক সম্পর্কই দিনে দিনে বদলে ধর্ষণ-এ পৌঁছল। অন্য যুবতীর উপর যখন পাশবিক অত্যাচার চালাত স্বামী, তখন তা বসে বসে দেখত তাঁর স্ত্রী। এখানেই শেষ নয়, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে যুবতীকে জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ উঠল।

এক যুবতীর ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগের উপরে ভিত্তি করে এক দম্পতি সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। জানা গিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবতী বিবাহিত। তাঁকে অভিযুক্ত দম্পতি নানা গল্প কথা শুনিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই থাকতে বলে। এর দিন কয়েক পরই অভিযুক্ত যুবক শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি শুরু করে।

এক সময়ে হার মেনে ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যুবতীও। কিন্তু এরপরই শুরু হয় আসল খেলা। গোপনে যুবতীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নিয়ে তা দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু হয়। যুবতীর অভিযোগ, এরপর থেকে নিত্যদিনই তাঁকে ধর্ষণ করত অভিযুক্ত। আর গোটা ঘটনাটাই বসে বসে দেখত তাঁর স্ত্রী।

দিনে দিনে ওই নির্যাতিতা যুবতীর উপরে আরও বিধিনিষেধ চাপে। তাঁকে সিঁদুর পরতে বারণ করা হয়। জোর করে পরানো হয় বুরখা। রোজ পাঁচবার নমাজও পড়তে হত তাঁকে। কথা মানতে না চাইলেই জাতপাত তুলে গালিগালাজ চলত। এমনকী, ওই যুবতীর স্বামীকে ডিভোর্স দিতেও বলা হয় গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে।

পুলিশ ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, অপরাধমূলক উদ্দেশ্যের অভিযোগ দায়ের করেছে। জনজাতি এবং তথ্য প্রযুক্তি আইনেও মামলা দায়ের করা হয়েছে।