Crime: বিয়ের পরও বাইরে প্রেম, ‘কাঁটা’ হয়ে দাঁড়াচ্ছিল স্বামী, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, গলায় পা দিয়ে খুন করল স্ত্রী!

Murder: প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেন তাঁর স্বামীকে খুন করার। সেই মতো বাড়িতে গিয়ে স্বামীকে আক্রমণ করে। শঙ্করমূর্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁকে লাঠি দিয়ে মারধর করে। তারপর তাঁর গলায় পা দিয়ে হত্যা করে।

Crime: বিয়ের পরও বাইরে প্রেম, কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল স্বামী, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, গলায় পা দিয়ে খুন করল স্ত্রী!
স্বামীকে নৃশংসভাবে খুন করল স্ত্রী।Image Credit source: X

|

Jun 29, 2025 | 8:57 AM

বেঙ্গালুরু: উদাহরণ হয়ে উঠছে মুসকান, সোনম রঘুবংশীরা। এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল স্বামীকে খুন করার। প্রেমিকের মদতে ওই মহিলা তাঁর স্বামীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, গলায় পা দিয়ে খুন করে। স্বামীর দেহ বস্তায় ভরে ৩০ কিলোমিটার দূরে সেই দেহ ফেলে আসেন।

এবারের ঘটনা কর্নাটকের। তুমকুরু জেলার কাদাশেট্টিহালি গ্রামের বাসিন্দা শঙ্করমূর্তি (৫০) একাই ফার্মহাউসে থাকতেন। তাঁর স্ত্রী সুমঙ্গলা একটি স্কুলের হস্টেলে রাঁধুনির কাজ করতেন। নাগারাজু নামক এক ব্যক্তির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।  এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসাও হয়েছিল।

গত ২৪ জুন ওই মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেন তাঁর স্বামীকে খুন করার। সেই মতো বাড়িতে গিয়ে স্বামীকে আক্রমণ করে। শঙ্করমূর্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁকে লাঠি দিয়ে মারধর করে। তারপর তাঁর গলায় পা দিয়ে হত্যা করে।

খুনের পর স্বামীর দেহ বস্তায় ভরে ৩০ কিলোমিটার দূরে একটি ফার্মের কুয়োয় ফেলে দেয়। প্রথমে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পরে বিছানায় ধস্তাধস্তির চিহ্ন ও লঙ্কার গুঁড়ো দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। ওই মহিলাকে জেরা করে এবং তাঁর কল রেকর্ড বের করে পুলিশ গোটা ঘটনা জানতে পারে। জেরার মুখে ভেঙে পড়েন মহিলা। যাবতীয় অপরাধ স্বীকার করে নেন। তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।