চিত্রদুর্গ: পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক দীর্ঘদিন সাফাই হয়নি। তারপর হঠাৎ করেই এলাকার অধিকাংশ মানুষের পেট ব্যথা, বমি ও পায়খানা শুরু হয়। সোমবার রাত থেকে এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এলাকার ৫০ জনের বেশি বাসিন্দা। ইতিমধ্যে ১ যুবতীর মৃত্যুও হয়েছে। কর্নাটকের (Karnataka) চিত্রদুর্গ শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মঞ্জুলা (২১)। চিত্রদুর্গ শহরের বাসিন্দা মঞ্জুলা সোমবার রাতে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে বাসবেশ্বর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। কিন্তু, সেখানে চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এছাড়া ওই এলাকার আরও ৩৬ জন বাসবেশ্বর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। যার মধ্যে এক শিশু ও এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, এলাকার একইসঙ্গে এত জনের ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এলাকার একসঙ্গে এতজন ডায়রিয়ায় আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পানীয় জলে দূষণের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ। খবর পেয়েই হাসপাতাল পরিদর্শনে যান চিত্রদুর্গের ডেপুটি কমিশনার দিব্যা প্রভু ও এসপি পরশুরাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক বহু বছর ধরে সাফাই করা হয়নি। সেই ট্যাঙ্ক থেকেই পাইপলাইনের মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জল পৌঁছয় এবং সেই জল পান করে এলাকাবাসী। সেই জল যারা পান করে, তারাই অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুরসভার পানীয় জলে দূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।