
নয়া দিল্লি: স্তম্ভিত গোটা দেশ। যে সকল পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁরা তো বটেই, পাশাপাশি গোটা দেশের মানুষ ভাবতেই পারছেন না এমন নৃশংস হত্যালীলা কীভাবে চালাতে পারে কেউ। ছাব্বিশ জন মানুষের প্রাণ শেষ করেছে দিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। তবে এই হত্যার যে যোগ্য জবাব ভারত দেবে, তা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীও বার্তা দিয়েছেন। এই আবহের মধ্যেই জানা গিয়েছে, নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক হবে নয়া দিল্লিতে।
জানা যাচ্ছে, বুধবার সন্ধে ছ’টায় বৈঠকে বসবেন তিন সেনাপ্রধান। সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর ভিডিয়ো কনফারেন্সে কাশ্মীর থেকে বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, যে এই ঘটনার কোনও ক্ষমা নেই। কাউকে রেয়াত করবে না দেশ। ফলত এই বৈঠক গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বস্তুত, সোমবার এই হামলার পর ‘স্টেপ বাই স্টেপ’ পা ফেলা হচ্ছে। ঘটনার পরই সেনাপ্রধান গোটা বিষয়টি জানিয়েছেন রাজনাথ সিংকে। অপরদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যে কটি এজেন্সি রয়েছে, তাঁদের প্রধানদের সঙ্গেও বৈঠক করেন অমিত শাহ। আজও দফায়-দফায় বৈঠক করেছেন তিনি। জঙ্গিদের ধরতে গোয়েন্দারা কী কাজ করছেন, ভারতই বা কতটা প্রস্তুত তা সবটাই খতিয়ে দেখছেন খোদ অমিত শাহ নিজে। আর সন্ধে ছ’টার এই বৈঠকে যে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত যে নয়া দিল্লি নিতে পারে তাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।